Rabiul Auwal 1443   ||   October 2021

আনওয়ারুল কুরআন
সম্পাদকের কথা

Mufti Abul Hasan Muhammad Abdullah

আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় গুণবাচক নাম রহমান। আর কোনো সন্দেহ নেই যে, কুরআনুল কারীম আল্লাহ তাআলার রহমানগুণের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ। এজন্য সূরা আররহমান শুরুই হয়েছে এভাবে-

اَلرَّحْمٰنُ،  عَلَّمَ الْقُرْاٰنَ.

চিরদয়াময়-রহমান। তিনি শিক্ষা দিয়েছেন কুরআন।

অন্যত্র কুরআন সম্পর্কে বলেছেন-

وَ نَزَّلْنَا عَلَیْكَ الْكِتٰبَ تِبْیَانًا لِّكُلِّ شَیْءٍ وَّ هُدًی وَّ رَحْمَةً وَّ بُشْرٰی لِلْمُسْلِمِیْنَ.

অর্থাৎ আমি তোমার প্রতি এ কিতাব নাযিল করেছি, যেন প্রতিটি বিষয় সুস্পষ্টরূপে বর্ণনা করে দেয় এবং মুসলিমদের জন্য হয় হেদায়েত, রহমত ও সুসংবাদ। -সুরা আননাহল (১৬) : ৮৯

সুতরাং কুরআন হল, হেদায়েত ও রহমত। সেই হেদায়েত ও রহমতের ঝরনা থেকে আমরা যেন কিছু কিছু প্রতি মাসেই পেতে পারি সেজন্যই এই বিভাগ। সকল পাঠক ও লেখককে এই বিভাগে স্বাগতম।

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকায় উচ্চতর গবেষণা বিভাগসমূহ চালু হওয়ার প্রথম দিন থেকেই আমাদের আগ্রহের শীর্ষে রয়েছে উলূমুল কুরআন বিভাগটি। প্রয়োজনীয় উপায়-উপকরণ পর্যাপ্ত পরিমাণে না থাকায় এখন পর্যন্ত যা শুরু করা যায়নি। তবে ইচ্ছাটা আগের মতোই রয়েছে খুব জোরালো আর অটুট। সকলের কাছে দুআর দরখাস্ত করছি, আল্লাহ তাআলা যেন উচ্চতর কুরআন গবেষণা বিভাগটি খুব শীঘ্রই আরম্ভ করার তাওফীক দান করেন।

মাসিক আলকাউসারেও কুরআন বিষয়ক লেখা শুরু থেকেই কিছু কিছু করে প্রকাশিত হয়ে আসছে। চেষ্টা ছিল, মানসম্মত ও গবেষণাধর্মী কিছু প্রবন্ধ-নিবন্ধ আলকাউসারের পাঠকগণ যেন কিছু পরিমাণ হলেও লাভ করেন। যেটুকু হয়েছে তা শুধুই আল্লাহর ইচ্ছায়। যদিও প্রয়োজনের তুলনায় খুবই কম।

কুরআনুল কারীম বিষয়ে পাঠকের উপযোগী হৃদয়গ্রাহী ও গবেষণাধর্মী নিবন্ধ ও রচনা পরিবেশনের বিষয়ে আমাদের সেই সুতীব্র আকাক্সক্ষা ও জোরালো ইচ্ছার ফসলরূপেই  মাসিক আলকাউসারের প্রথম বিশেষ সংখ্যাটি ছিল কুরআনুল কারীমবিষয়ে। কুরআনুল কারীমের উপর আরো কিছু বিশেষ সংখ্যা ভবিষ্যতেও করার ইচ্ছা আছে।

কুরআন বিষয়ক যে কোনো রচনা ও গবেষণা নিঃসন্দেহে অনেক বড় দায়িত্বের কাজ। এর জন্য অনেক রকম প্রস্তুতি ও যোগ্যতার প্রয়োজন হয়। দরকার হয় দক্ষ ও বিশেষজ্ঞ একদল মানুষের সম্মিলিত ও সমন্বিত চেষ্টায় নিরলস কাজ। যেমন নেসাব ও সিলেবাস সংস্কারকরণও একটি জাতীয় পর্যায়ের কাজ। বিশেষজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে সম্মিলিতভাবে হলেই যার আশানুরূপ ফল লাভ করা সম্ভব।

তবে উচ্চতর কুরআন গবেষণা বিভাগ যতদিন চালু না হচ্ছে সেই সময়টাতে-

ما لا يدرك كله لا يترك  كله

-এর নীতি অনুসারে আল্লাহর উপর ভরসা করে মাসিক আলকাউসারে আনওয়ারুল কুরআননামে এই বিভাগটি চালু করা হল।

আলকাউসারের সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আনওয়ারুল কুরআনের ভূবনে খোশ আমদেদ জানিয়ে শুরু করছি আল্লাহর নামে...।

 

দুআর মুহতাজ

 

আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ

 

advertisement