Safar 1443   ||   September 2021

একটি ভুল প্রচলন : তারাবীতে কুরআন মাজীদ খতমের সময় সূরা ইখলাস তিনবার পড়া

রমযানে তারাবীতে কুরআন খতমের সময় কোনো কোনো হাফেয সাহেবকে দেখা যায়, তারা সূরা ইখলাস তিনবার পড়েন। এ আমলের কোনো ভিত্তি নেই। কুরআন মাজীদ খতম করার ক্ষেত্রে সূরা ইখলাস তিনবার পড়ার কোনো বিধান শরীয়তে নেই। সাহাবা-তাবেয়ীন থেকেও এমন কোনো আমলের প্রমাণ নেই। ফিক্হবিদগণ এই আমলকে অপছন্দ করেছেন। সুতরাং তারাবীতে কুরআন খতমের সময় সূরা ইখলাস তিনবার পড়ার প্রচলনটি ঠিক নয়। এ থেকে বিরত থাকবে এবং অন্যান্য সূরার ন্যায় সূরা ইখলাসও যথানিয়মে একবারই পড়বে। (দ্র. ইমদাদুল ফাতাওয়া ১/৩২৬; আহসানুল ফাতাওয়া ৩/৫০৯; ফাতাওয়া উসমানী ১/৫১০) হ

 

advertisement