Safar 1443   ||   September 2021

একটি বানোয়াট কিসসা : আবুদ দারদা রা. তার কওমের লোকদের ঈমান আনা নিয়ে চিন্তা-ফিকির করা

দ্বীন নিয়ে ফিকির করা বা মানুষের হেদায়েতের ফিকির করার ফযীলত হিসেবে কাউকে কাউকে নিম্নোক্ত কিসসাটি বলতে শোনা যায়-

একবার আবদুর রহমান ইবনে আওফ রা. মদীনাবাসী সকলকে দাওয়াত করলেন। তখন আবুদ দারদা রা. মসজিদে নববীতে মাথা নিচু করে বসে রইলেন। তা দেখে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুদ দারদা! তুমি কী চিন্তা করছ, দাওয়াতে যাবে না?

তখন আবুদ দারদা রা. বললেন, আল্লাহর রাসূল! আমার কওমের সব লোক এখনো ইসলাম কবুল করেনি; আমি তাদের নিয়ে চিন্তা-ফিকির করছি।

একথা শুনে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুদ দারদা! তোমার এই সামান্য সময়ের ফিকিরের মূল্য আবদুর রহমানের সকল মদীনাবাসীকে খাওয়ানোর চেয়ে উত্তম।

এটি একটি বানোয়াট কিসসা। কোনো নির্ভরযোগ্য সূত্রে তা পাওয়া যায় না।

মানুষের হেদায়েতের বিষয়ে ফিকির করা অনেক বড় নেক আমল এবং ফযীলতের বিষয় তা বলাই বাহুল্য। কিন্তু তা পেশ করতে গিয়ে এজাতীয় বানোয়াট কিসসার অবতারণা করা উচিত নয়।

 

advertisement