Zilqad 1442   ||   June 2021

একটি ভুল আমল
শিশুকে কেবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে মলমূত্র ত্যাগ করানো

কিবলার দিকে মুখ করে কিংবা পিঠ দিয়ে মলমূত্র ত্যাগ করার বিষয়ে হাদীসে নিষেধাজ্ঞা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনÑ

لَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ، وَلَا تَسْتَدْبِرُوهَا لِغَائِطٍ أَوْ بَوْلٍ.

তোমরা মলমূত্র ত্যাগ করার সময় কেবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে বসো না। Ñসুনানে নাসায়ী, হাদীস ২১

কিন্তু কিছু মানুষকে দেখা যায়, তারা মনে করেন, এ হুকুম শুধু বড়দের জন্য নির্ধারিত। ফলে শিশুদের ক্ষেত্রে এ বিষয়টি লক্ষ রাখেন না। অথচ শিশুদের ক্ষেত্রেও বিষয়টি লক্ষ রাখা উচিত।

মানুষ মনে করে, শিশুই তো; তার ক্ষেত্রে আবার এসব বিষয় খেয়াল করতে হবে কেন! ওর কি আর গুনাহ-খাতার বিষয় আছে? তাদের এ ধারণা ঠিক নয়। শিশুকে এভাবে ইস্তেঞ্জা করালে শিশুর গুনাহ হবে না ঠিকই; কিন্তু মা-বাবা অথবা যে ব্যক্তি এমনটি করবে তার গুনাহ হবে, তিনি দোষী হবেন। হ

 

advertisement