মুহাররম ১৪৩৯   ||   অক্টোবর ২০১৭

এটি হাদীস নয়
যে তার চক্ষুদ্বয়কে ভালবাসে সে যেন আসরের পরে না লেখে

কিছু মানুষ উপরোক্ত কথাটিকে হাদীস মনে করে। তাদের এ ধারণা ঠিক নয়। হাদীস হিসেবে এটা প্রমাণিত নয়। মোল্লা আলী কারী রাহ. বলেন-

لَا أَصْلَ لَهُ

এর কোনো ভিত্তি নেই। -আলমাছনূফী মারিফাতিল হাদীসিল মাওযূ পৃ. ১৭৬, বর্ণনা ৩১৫

সুতরাং হাদীস হিসেবে এ কথা বলা যাবে না। হাঁ, আলোর স্বল্পতা ইত্যাদি কারণে আসরের পরে পড়ালেখা করলে চোখের ক্ষতি হবে কি না- সেটা ডাক্তারদের বিষয়। এর সাথে হাদীসের কোনো সম্পর্ক নেই।

আরো দ্রষ্টব্য : আলমাকাসিদুল হাসানা, সাখাবী পৃ. ৪৬৭, বর্ণনা ১০৬৭; কাশফুল খাফা, আজলূনী খ. ২, পৃ. ২৬২; আলফাওয়াইদুল মাজমূআ, শাওকানী পৃ. ২১৭; তাযকিরাতুল মাউযূআত, তাহের পাটনী পৃ. ১৬২; আলআসরারুল মারফূআহ, মোল্লা আলী কারী পৃ. ৩২৫, বর্ণনা ৪৫১

 

advertisement