মুহাররম ১৪৩৯   ||   অক্টোবর ২০১৭

একটি ভিত্তিহীন কাহিনী
মায়ের অসন্তুষ্টির কারণে মৃত্যুশয্যায় যুবকের কালিমা বলতে না পারা

মা-বাবার অবাধ্যতার বিষয়ে অনেক মানুষকেই নিচের কাহিনীটি বলতে শোনা যায়-

এক যুবকের মৃত্যুর সময় ঘনিয়ে এল। নবীজীকে খবর দেয়া হল। তিনি তার কাছে গেলেন। বললেন, বৎস! লা ইলাহা ইল্লাল্লাহবল। সে বলল, আমি বলতে পারছি না (আমার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না)। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু কেন? (কী কারণে তুমি কালিমা বলতে পারছ না?)। সে বুঝাল- কালিমা বলতে গেলে আমার যবান বন্ধ হয়ে আসছে।

নবীজী জিজ্ঞেস করলেন, তার কি মা-বাবা কিংবা উভয়ের কেউ জীবিত আছেনসাহবীগণ বললেন, তার মা আছে।

(কেউ কেউ এভাবেও বলে- সে বলল, আমার মায়ের অবাধ্যতার কারণে আমার মুখ দিয়ে কালিমা আসছে না। নবীজী জিজ্ঞেস করলেন, তোমার মা কি জীবিত আছেন? সে বলল, হাঁ।)

তারপর তার মাকে ডাকা হল। নবীজী কারণ বুঝতে পারলেন। মাকে বললেন, আপনি আপনার সন্তানকে মাফ করুন, তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মা বললেন, আমি আপনাকে সাক্ষী রাখছি, আমি তার প্রতি সন্তুষ্ট হলাম।

কেউ কেউ এভাবেও বলে- তার মা বললেন, আমি তাকে মাফ করব না। তখন নবীজী সাহাবীদের বললেন, তোমরা লাকরি জমা কর। তাকে আগুনে জ্বালিয়ে দিব। তখন মা বললেন, কীভাবে আমি তা সহ্য করব। তখন নবীজী বললেন, সে জাহান্নামের আগুনে জ্বলবে এটা কী আপনার সহ্য হবে? তখন মা বললেন, আমি আপনাকে সাক্ষী রাখছি, আমি তার প্রতি সন্তুষ্ট হলাম।

এরপর সেই যুবকের মুখ থেকে কালিমা বের হল। তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদু লিল্লাহ, আমার মাধ্যমে আল্লাহ এই যুবককে রক্ষা করলেন।

এটি একটি ভিত্তিহীন কাহিনী। কোনো নির্ভরযোগ্য সূত্রে তা বর্ণিত হয়নি। ইবনুল জাওযী রাহ. তার মাউযূআতকিতাবে উক্ত ঘটনা উল্লেখ করার পর বলেন-

هَذَا حَدِيثٌ لَا يَصِحّ عَنْ رَسُولِ الله صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ.

এ বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। -আলমাওযূআত খ. ৩, পৃ. ৮৭

আরো দ্রষ্টব্য : আললাআলিল মাছনূআহ, সুয়ূতী খ. ২, পৃ. ২৫১; মাজমাউয যাওয়াইদ, বর্ণনা ১৩৪৩৩; তানযীহুশ শরীআহ, ইবনে আররাক  খ. ২, পৃ. ২৯৬; তাযকিরাতুল মাউযূআত, মুহাম্মাদ তাহের পাটনী পৃ. ২০২; আলফাওয়াইদুল মাজমূআহ, শাওকানী পৃ. ২৩১

মোটকথা উপরের ঘটনাটি প্রমাণিত নয়। সুতরাং আমরা তা বলব না। মা-বাবার অবাধ্যতার বিষয়ে অনেক সহীহ হাদীস রয়েছে। একটি হাদীসে মা-বাবার অবাধ্যতাকে সবচেয়ে বড় কবীরা গুনাহসমূহের অন্তর্ভুক্ত বলা হয়েছে।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-

أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ؟ ثَلاَثًا، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: الإِشْرَاكُ بِاللّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ...

আমি কি তোমাদের বলে দিব- সবচেয়ে বড় কবীরা গুনাহ কী? (তিনি এ কথা তিনবার বললেন) সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই তা বলে দিন আল্লাহর রাসূল! নবীজী বললেন, আল্লাহর সাথে শরীক করা। মাতা-পিতার অবাধ্য হওয়া...। -সহীহ বুখারী, হাদীস ২৬৫৪; সহীহ মুসলিম, হাদীস ৮৭

এ ছাড়াও মা-বাবার অবাধ্যতার ভয়াবহতা বিষয়ে আরো সহীহ হাদীস রয়েছে, আমরা সেগুলোই বলব; ভিত্তিহীন কোনো কাহিনী বলব না।

 

advertisement