Safar 1442   ||   October 2020

যার তিলাওয়াত শোনা গেছে জান্নাতে

ছাদিক আতফাল

বৃহস্পতিবার। বিকাল থেকে সাপ্তাহিক ছুটি। যোহরের পর থেকেই মনটা ধরে রাখা কষ্টকর হয়ে যায়, আকুপাকু করতে থাকে বাড়ির জন্যে। অপেক্ষায় থাকে কখন আসর হবে। এটা শুধু মিযানের কথা নয়। আবরার, আনোয়ার, সাঈদ, যুবায়েরসহ সব সাথীর প্রায় একই অবস্থা; তবে মিযান একটু বেশি।

আসরের বেশ আগেই উস্তাদজী বসেন তালিবুল ইলমদের নিয়ে। নানা গল্প শোনান, কুরআন হাদীস থেকে। ভারি মজাদার সে গল্পগুলো। ভালো হওয়ার গল্প। জীবন গড়ার গল্প। সত্য সত্য ঘটনা। তাতে থাকে সুন্দর সুন্দর উপদেশ, দামি দামি শিক্ষা। বেশ মজার হয় এ মজলিসটি। তাই বাড়ির জন্য মন আনচান করতে থাকলেও এ সময় সবাই জমে জমে বসে। মনোযোগ দিয়ে শোনে উস্তাদজীর কথাগুলো। উস্তাদজী হেদায়েত দিয়ে দেন- কীভাবে বাড়িতে থাকতে হবে। সময়গুলো কীভাবে কাটাতে হবে। বড়দের সাথে কীভাবে চলতে হবে। ছোটদের সাথে কেমন আচরণ করতে হবে ইত্যাদি ইত্যাদি।

প্রতি সপ্তাহের মতো আজও উস্তাদজী বসলেন সবাইকে নিয়ে। জিজ্ঞাসা করলেন- এই তোমরা সবাই কি আজ বাড়িতে যাবে?

: জী উস্তাদজী! সবাই সমস্বরে উত্তর করল।

-বাড়িতে গিয়ে কে কি করবে? বল তো!

: আগে আগে সালাম দিব। বড়দের শ্রদ্ধা করব। আব্বু-আম্মুর কথা শুনব। তাদের খেদমত করব। ছোট ভাই-বোনদের সাথে ভালো ব্যবহার করব। সময়মত নামায পড়ব। দাদা-দাদিকে তিলাওয়াত শুনাব। প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করব। কেউ অসুস্থ থাকলে তার সেবা করব। আত্মীয়দের খোঁজ-খবর নেব।

-মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। আর কী করবে, শুনি!

 : কেউ কষ্ট পায়- এমন কিছু করব না। ঝগড়াঝাটি করব না। টেলিভিশন দেখব না। মোবাইল-গেমসে সময় নষ্ট করব না। মানুষের সহযোগিতা করব। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখব। বাড়ির কাজে অংশ নেব। সময় মতো আবার মাদরাসায় চলে আসব।... এভাবে একেকজন একেকটা বলতে থাকল উস্তাদজীর শেখানো আদবগুলো।

-মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে তাওফীক দান করুন।

: আ-মীন। একসাথে বলে উঠল সবাই।

-আজ তোমাদেরকে একটি গল্প বলব। রাসূলের সাহাবীর গল্প; শুনবে?

: জী উস্তাদজী। অবশ্যই।

উস্তাদজী বলতে লাগলেন- তিনি ছিলেন নবীজীর অনেক প্রিয় একজন সাহাবী। বদর, উহুদ, খন্দক, হুনাইনসহ অনেক জিহাদে নবীজীর সাথে শরীক ছিলেন তিনি। বলতে পার- কোন্ সাহাবীর কথা বলছি?

: হযরত উমর রা., আবরার বলল। যুবায়ের বলল, হযরত আলী রা.। সাঈদ বলল, হযরত বেলাল রা.।

-না না। আমি আজ যার কথা বলতে চাইছি তিনি হলেন হযরত হারেছা ইবনে নুমান রা.। বনু নাজ্জারের একজন আনসারী সাহাবী। উপাধি ছিল আবু আবদুল্লাহ। মদীনা মুনাওয়ারায় তিনি নবীজীর প্রতিবেশী ছিলেন। নবীজীর পাশে থাকতেন- সুখে-দুঃখে, বিপদে-আপদে। আল্লাহর রাস্তায় জিহাদগুলোতে নবীজীর সাথে সাথে শরীক থাকতেন তিনি। হুনাইন যুুদ্ধে যখন লড়াই তুঙ্গে, মুসলমানগণ সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে গেল, তখন অল্প যে কয়জন সাহাবী নবীজীর পাশে ছিলেন, নবীজীকে ঘিরে ছিলেন- তিনি ছিলেন তাদের অন্যতম। অত্যন্ত বীরত্বের সাথে শত্রæর মোকাবেলা করেছেন। তাই সাহাবায়ে কেরামের মাঝে তার অনেক মর্যাদা ছিল।

তার মর্যাদার আরো বিষয় রয়েছে। তিনিই হলেন ঐ সাহাবী, যিনি মহান ফিরিশতা জিবরীল আ.-কে স্বচক্ষে দুইবার দেখেছেন।

শুধু কি তাই! একবার জিবরীল আ. তার সালামের জবাবও দিয়েছেন। একবার তিনি নবীজীর পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন, নবীজী একজনের সাথে কথা বলছেন, বৈঠকখানায় বসে বসে। হয়ত কোনো বিশেষ কথা হবে। তাই তিনি সেদিকে অতটা মনোযোগী হলেন না। সালাম দিয়ে পাশ দিয়ে চলে গেলেন। কাজ শেষে আবার ফিরে আসছেন। এতক্ষণে নবীজীও ফারেগ হয়েছেন। নবীজী এবার তাকে দেখে ডাক দিয়ে বললেন-

هَلْ رَأَيْتَ الّذِي كَانَ مَعِي؟

আমার সাথে যিনি ছিলেন তুমি কি তাকে খেয়াল করেছ? তিনি জবাব দিলেন, জী হাঁ, ইয়া রাসূলাল্লাহ।

নবীজী বললেন-

فَإِنّهُ جِبْرِيلُ وَقَدْ رَدّ عَلَيْكَ السّلَامَ.

তিনি ছিলেন জিবরীল। তিনি তোমার সালামের জবাব দিয়েছেন। -মুসনাদে আহমাদ, হাদীস ২৩৬৭৭

বুঝতেই পারছ, কত উঁচু মর্যাদার সাহাবী ছিলেন তিনি। স্বয়ং জিবরীল আমীন যার সালামের জবাব দিয়েছেন। আর কত ধন্য ছিল সে দুই চোখ, যা সায়্যিদুল মুরসালীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এবং তাঁর সাথে দেখেছে সায়্যিদুল মালাইকাহ জিবরীল আলাইহিস সালামকে!

তার ঘটনা এখানেই শেষ নয়। তোমরা কি আরো শুনবে?

: জী উস্তাদজী! আমরা আরো শুনতে প্রস্তুত। যেন ওরা বাড়ির কথা ভুলেই গেছে।

-মিযান কী বল, আরো বলব?

: জী উস্তাদজী! আমার শুনতে খুব ভালো লাগছে, বলল মিযান।

-আচ্ছা বলছি। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমরা কে কে জান্নাতে যেতে চাও!

: আমি, আমি, আমি...। সবাই একসাথে হাত উঁচিয়ে বলল- আমি, উস্তাদজী! আমি...।

-হাঁ, জান্নাতে যাওয়ার আমল সম্পর্কে জানতে হলেও তোমাদেরকে জানতে হবে, হারেছা ইবনে নুমান রা.-এর ঘটনা। উস্তাদজীর একথা শুনে সবাই নড়ে চড়ে বসল।

মিযানও মনে মনে বলল- আরে, এতদিন তো জান্নাতের গল্প শুনেছি। কিন্তু জান্নাতে যাওয়া যায় কীভাবে তা তো জানা হয়নি!

উস্তাদজী বলতে লাগলেন- একবার আমাদের নবীজী শুয়ে আছেন। স্বপ্নে দেখলেন, জান্নাতে বিচরণ করছেন। এরই মাঝে শুনতে পেলেন কোত্থেকে তিলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। নবীজী জিজ্ঞাসা করলেন, কে এখানে তিলাওয়াত করছে? ফিরিশতাগণ বললেন, হারেছা ইবনে নুমান। নবীজী বললেন, এটা তার সদাচারের (মা-বাবার খেদমত, মানুষের সাথে ভালো ব্যবহার, দান-সদকা ইত্যাদি ভালো কাজের) প্রতিদান। কারণ সে তার মায়ের ব্যাপারে খুবই সদাচারী ও উত্তম আচরণকারী। (মুসনাদে আহমাদ, হাদীস ২৪০৮০, ২৫১৮২, ২৫৩৩৭)

আর নবীজী যাকে স্বপ্নে জান্নাতে দেখেছেন তিনি অবশ্যই জান্নাতে যাবেন; কারণ নবীগণের স্বপ্ন সত্য হয়।

[দ্রষ্টব্য : মুসনাদে আহমাদ, হাদীস ২৪০৮০, ২৫১৮২, ২৫৩৩৭, ২৩৬৭৭; ফাযাইলুস সাহাবাহ, ইমাম আহমাদ, বর্ণনা ১৫০৭; তবাকাতে ইবনে সাদ ৩/৩৭২; হিলইয়াতুল আউলিয়া ১/৩৫৬; উসদুল গাবাহ ১/৬৫৫; সিয়ারু আলামিন নুবালা ২/৩৭৮; আলইসাবাহ ১/৬১৮]

আচ্ছা, এখন বল তো, জান্নাতে যেতে হলে আমাদেরকে কী করতে হবে?

: উস্তাদজী! আমাদেরকে মায়ের খেদমত করতে হবে, মা-বাবার কথা শুনতে হবে। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের প্রতি সদাচারী হতে হবে।

-ঠিক বলেছ তোমরা। মা-বাবার কথা শোনা, তাদের খেদমতে মন লাগানো, তাদের প্রতি সদাচার করা আল্লাহ রাব্বুল আলামীনের হুকুম। আমরা যদি আল্লাহ তাআলার হুকুম মানি তাহলে তিনি আমাদের প্রতি খুশি হবেন। আমাদেরকে জান্নাত দান করবেন।

নবীজী বলেছেন, তোমার প্রতি যদি তোমার বাবা খুশি থাকেন তাহলে আল্লাহ পাকও তোমার প্রতি খুশি থাকবেন। আর বাবা যদি নাখোশ থাকেন তাহলে আল্লাহ পাকও তোমার প্রতি রুষ্ট হবেন। (জামে তিরমিযী, হাদীস ১৮৯৯)

বিশেষ করে মায়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে বিশেষভাবে। একবার নবীজীর কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন- ইয়া রাসূলাল্লাহ! আমার উত্তম আচরণ পাবার সবচে হকদার কে? নবীজী বললেন, তোমার মা। তিনি জিজ্ঞাসা করলেন, এরপর? নবীজী বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, এরপর? নবীজী বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, এরপর? নবীজী এবার বললেন, এরপর তোমার বাবা। (সহীহ বুখারী, হাদীস ৫৯৭১; সহীহ মুসলিম, হাদীস ২৫৪৮)

বুঝতে পারলে তো মা বাবার কথা শোনা, তাদের খেদমতে নিয়োজিত থাকা কত জরুরি! মা বাবার খেদমত করে তাদের মন জয় করতে পারলে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। হযরত হারেছা ইবনে নুমান রা.-এর ক্ষেত্রে যেমনটি ঘটেছে।

মা-বাবাকে খুশি করে জান্নাতে যাওয়া খুবই সহজ। নবীজী ঐ ব্যক্তিকে বারবার ধিক দিয়েছেন, যে মা বাবা উভয়কে কিংবা তাদের একজনকে পেয়েও  জান্নাত হাছিল করতে পারল না। (সহীহ মুসলিম, হাদীস ২৫৫১)

এখন বল তো, তোমরা জান্নাতে যাবে কীভাবে?

: মা বাবার সেবা করে আমরা আল্লাহকে খুশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন।

-ঠিক আছে, এখন থেকে আব্বু-আম্মু যেভাবে বলেন সেভাবে চলবে কেমন?

মিযান কিছুটা চঞ্চল প্রকৃতির ছেলে। মাদরাসার পরিবেশে থেকে আর উস্তাদজীর দরদভরা নসীহত শুনে তার মাঝে ধীরে ধীরে পরিবর্তন আসছে। সপ্তায় সপ্তায় যেন আগের মিযান আর পরের মিযানে ভিন্নতা পাওয়া যায়। কিন্তু আজকের মিযান যেন সম্পূর্ণ নতুন কোনো মিযানে পরিণত হল। মনে মনে সে পণ করল, আজ থেকে মায়ের কথার বাইরে সে এক পাও নড়বে না। বাবা যেভাবে বলবেন সেভাবেই থাকবে। মা বাবার সেবায় মন দেবে। আর উস্তাদজীর নসীহত মোতাবেক চলবে।

 

advertisement