Muharram 1429   ||   January 2008

পবিত্র সত্তার নামের অপব্যবহার

সবার নিকট প্রশংসিত মাসিক আলকাউসার পত্রিকার আমি একজন নিয়মিত পাঠক। উক্ত পত্রিকার মে-জুন ২০০৬ এর ৭৩৬ নং প্রশ্নোত্তরে প্রকাশ করা হয়, মোবাইল রিংটোনে আল্লাহু আকবার আল্লাহর পবিত্র নাম ব্যবহার করা অবৈধ। এ ধরনের আলোচনায় আমরা কৃতার্থ।

এ প্রসঙ্গে উল্লেখ করছি যে, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের এবং দেশের সাধারণ নির্বাচনের প্রচারপত্রে সভা/মিটিং, শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির বিজ্ঞপ্তি, মাদরাসার গরীব ছাত্রদের জন্য কুরবানীর চামড়া, মান্নত, সদকা ও যাকাতের অর্থ সাহায্যের বিষয় এবং ওয়াজ মাহফিল ইত্যাকার বিষয়ে পোস্টারের শিরোনামে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সর্ব শক্তিমান, বিসমিল্লাহির রাহমানির রাহীম ইত্যাদি লেখা হয়। আর এই সব পোস্টার হাজার হাজার সংখ্যায় প্রাচীরে প্রাচীরে ও রশিতে ঝুলানো হয়। কিন্তু দুঃখের বিষয়, কিছু দিন অতিবাহিত হতে না হতে বাতাসে এবং বৃষ্টিতে ভিজে সেগুলো মাটিতে পতিত হয়। মানুষের পদতলে দলিত হয় আর কখনো কখনো পড়ে থাকে পায়খানা-প্রশ্রাব-খানার মত অপবিত্র নোংরা স্থানে। মহান সত্তার পবিত্র নামের এরূপ নির্বিকার ব্যবহার যে কত বড় আপরাধ তার হিসাব রাখে কয়জন। তাই এ থেকে উত্তরণের দিক-নির্দেশনা নিয়ে আলোকপাত থাকলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হতে পারে।

এ. কে. এম. আবদুল মালেক

রূপনগর টিনসেড, মিরপুর,

ঢাকা ১২১৬

 

advertisement