Muharram 1429   ||   January 2008

একটি ভুল মাসআলা

খুতবার শুরুতে কি আউযুবিল্লাহ-বিসমিল্লাহ পড়তে হয়

এক মসজিদে দেখা গেল, খুতবার শুরুতে খতীব সাহেব জোরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়লেন। হয়ত তিনি ভেবেছেন, খুতবা যেহেতু একটি গুরুত্বপূর্ণ আমল তাই তা বরকতপূর্ণ করার জন্য আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ দ্বারা শুরু করা উচিত। এ ধারণা ঠিক নয়। এ বিষয়ে সঠিক কথা এই যে, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তায়ালার কোনো না কোনো যিক্রের মাধ্যমে আরম্ভ করা উচিত। যে আমলের জন্য শরীয়ত যে যিক্র নির্দেশ করেছে সে আমল ঐ যিক্রের মাধ্যমেই শুরু করা উচিত। যেমন নামায শুরু হয় তাকবীরে তাহরীমা দ্বারা, হজ্ব শুরু হয় তালবিয়া-লাববাইক আল্লাহুম্মা লাববাইক .... দ্বারা, কুরআন তেলাওয়াত আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ দ্বারা, চিঠিপত্র শুধু বিসমিল্লাহ দ্বারা ইত্যাদি।

খুতবা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করা মাসনূন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আলহামদুলিল্লাহ দ্বারা খুতবা শুরু করতেন। সাহাবায়ে কেরামের সময় থেকে আজ পর্যন্ত এভাবেই খুতবা দেওয়া হয়েছে। এজন্য খুতবার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার রেওয়াজ সঠিক নয়।

 

advertisement