Safar 1429   ||   February 2008

অপরাধীদের নিষ্ফল আর্তনাদ

জুবাইর আহমদ আশরাফ

আল্লাহ তাআলা মানুষকে তাঁর ইবাদত ও আনুগত্য করার জন্য সৃষ্টি করেছেন। তিনি ইবাদত-বন্দেগী ও দৈনন্দিন জীবন সঠিকভাবে নির্বাহ করার জন্য যুগে যুগে নবী-রাসূলের মাধ্যমে আমাদেরকে পথ-নির্দেশ দান করেছেন। যারা আল্লাহ প্রদত্ত এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে নিজেদের জীবন পরিচালিত করবে তাদের জন্য মহা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। তারাই প্রকৃত সফলকাম। তাদের জন্য রয়েছে শান্তিময় অনন্ত জীবন। সে জীবনে আরাম-আয়েশ ও বিলাশিতার সব উপকরণ অপরিমিতভাবে আপন অধিকারে থাকবে। সর্বোপরি তাদের প্রতি ঝরে পড়বে মহান রবের স্থায়ী সন্তুষ্টি।

অপরদিকে যারা আল্লাহপ্রদত্ত নির্দেশনা ঔদ্ধত্য প্রদর্শনপূর্বক স্বেচ্ছায় সজ্ঞানে লঙ্ঘন করবে, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। তারা আল্লাহ রাববুল আলামীনের ক্রোধের পাত্রে পরিণত হবে। তারা আল্লাহ পাকের বিচারে অপরাধী সাব্যস্ত হবে। যেকোনো অপরাধী তার বিপথগামিতার কথা অনুধাবন করতে পেরে যদি সঠিক পথে ফিরে আসে, তবে আল্লাহ পাক তাকেও সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করবেন। সে আপন কৃতকর্মে অনুতপ্ত হয়ে এবং ভবিষ্যতে এরূপ না করার সংকল্প  করে তওবা করলে আল্লাহ গফুরুর রাহীম তাকে ক্ষমা করে দেবেন। এই সুযোগ থাকবে মৃত্যু অবধি। মৃত্যুর পর দুরবস্থা প্রত্যক্ষ করে অপরাধীদের অনুতপ্ত বা তওবা করার দ্বারা কোনো ফলোদয় হবে না। সে কঠিন মুহূর্তের আফসোস ও হাহুতাশ নিষ্ফল আর্তনাদে পরিণত হবে।

অপরাধীরা মৃত্যুর পর নির্দিষ্ট সময়ে পুনরায় জীবিত হয়ে হাশরের ময়দানে উঠবে অতিশয় ঘৃণিত ও অপমানজনক অবস্থায়। তারা পা দ্বারা চলার পরিবর্তে মুখ দিয়ে ভর দিয়ে অস্বাভাবিক অবস্থায় আসবে।১ প্রথমত তাদের দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও বাকশক্তি কিছুই থাকবে না। বাকশক্তি পাওয়ার পর তারা বেদনায় ভারাক্রান্ত হয়ে বলবে-

رب لم حشرتنى اعمى وقد كنت بصيرا

হে আমার প্রতিপালক! কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলে? আমি তো পৃথিবীতে ছিলাম চক্ষুষ্মান। -সূরা ত্বহা ১২৫

আল্লাহ পাক তখন বলবেন, আমার নির্দেশাবলী দুনিয়ায় তোমার নিকট এসেছিল। তুমি সেগুলো বর্জন করেছিলে এবং ভুলে গিয়েছিলে, সেভাবে আজ তোমার সাথে বিস্মৃতির আচরণ করা হল, তোমাকে দৃষ্টিশক্তি রহিত করে উত্থিত করা হল।

হাশরের ময়দানে অপরাধীরা থাকবে ভীত-সন্ত্রস্ত। ভয়-বিহবলতায় তাদের চক্ষুদ্বয় হবে নীলবর্ণ,২ দৃষ্টি হবে নিষ্পলক,৩ চেহারা বিবর্ণ, ফ্যাকাশে ও গ্লাণিময় আচ্ছন্ন৪ এবং হৃদয় আশা-শূন্য।৫ এহেন দুর্বিষহ অবস্থার প্রেক্ষিতে তারা পুনর্বার পৃথিবীতে চলে আসার প্রার্থনা করবে। যা আদৌ সম্ভব নয়। তারা বলবে-

ربنا ابصرنا وسمعنا فارجعنا نعمل صالحا انا موقنون

হে আমাদের প্রতিপালক! আমরা প্রত্যক্ষ করলাম ও শ্রবণ করলাম, এখন তুমি আমাদেরকে পুনরায় পৃথিবীতে প্রেরণ কর, আমরা সৎকর্ম করব, নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসী। -সূরা সাজদা ১২

আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ করা এবং যে কাজ গুরুত্বের সাথে আদেশ করা হয়েছে তা না করাই অপরাধ। এসব অপরাধের বহু শ্রেণী ও প্রকার রয়েছে। স্থান, কাল ও পাত্রভেদেও অপরাধের তারতম্য হয়। এর মধ্যে সর্ববিচারে সর্বাধিক নিকৃষ্ট ও ভয়াবহ অপরাধ হল আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। একেই বলা হয় শিরক। আর এ নিকৃষ্টতম অপরাধ যারা করে তাদেরকে বলা হয় মুশরিক। আল্লাহ পাক বলেছেন, শিরক চরম পর্যায়ের জুলুম।

কুরআন মাজীদের অন্যত্র ইরশাদ হয়েছে, একমাত্র শিরকই ক্ষমার অযোগ্য অপরাধ। সুতরাং যে শিরক করে, সে ভীষণভাবে পথভ্রষ্ট।৭

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, একবার জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চাইলেন, সবচেয়ে বড় অপরাধ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ পাক যিনি তোমার সৃষ্টিকর্তা তাঁর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা।

 যারা শিরকের ন্যায় ভয়াবহ অপরাধে অপরাধী, তাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমাদের সেই প্রভুগুলো কোথায়, যেগুলোকে তোমরা আমার শরীক বা অংশীদার দাবি করেছিলে? তারা তখন কাতরকণ্ঠে বলবে-

والله ربنا ما كنا مشركين

আমাদের প্রতিপালক আল্লাহর শপথ! আমরা তো মুশরিক ছিলাম না। -সূরা আনআম ২৩

তখন তাদের এ কথা কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলবেন, সকলে লক্ষ্য কর! তারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যা আরোপ করছে। আর তারা যেগুলোকে মিথ্যা প্রভু হিসেবে গড়েছিল সেগুলো তাদের কাছ থেকে অন্তর্হিত হয়ে গেছে।

যারা মূর্তিপূজা করে তারা মূলত অভিশপ্ত জিন ও শয়তানেরই পূজা করে থাকে। পূজারীদের ধারণা, মূর্তিগুলো তাদের কার্যসিদ্ধিতে সহায়ক হবে। এজন্য তারা মূর্তির সামনে আহার্য পানীয় উপস্থিত করে, ফুল চন্দন দ্বারা মূর্তির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করে এবং গান-বাজনা ও  নর্তন-কুর্দন দ্বারা মূর্তির বোধ জাগ্রত করার চেষ্টা করে। তারা মূর্তির উদ্দেশ্যে নৈবেদ্য ও উপঢৌকন পেশ করে, এগুলোর কাছে ঈস্পিত বস্ত্ত লাভে সাহায্য প্রার্থনা করে। পরকালে যখন দুরাচার জিন ও তাদের পূজারী মুশরিকদের পাকরাও করা হবে, তখন পূজিত জিন ও শয়তানেরা তা সরাসরি অস্বীকার করে বলবে, তোমরা কখনও আমাদের পূজা করনি।১০ আর মুশরিকরা ভয়-বিহবলকণ্ঠে বলবে-

ربنا استمتع بعضنا ببعض وبلغنا اجلنا الذى اجلت لنا

হে আমাদের প্রতিপালক! আমারা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারিত করেছিলে এখন আমরা তাতে উপনীত হয়েছি। -সূরা আনআম ১২৮

অর্থাৎ আমরা তো ঐ পূজা করেছি পার্থিব ক্ষণিকের প্রয়োজনে, একে অপরের দ্বারা লাভবান হওয়ার উদ্দেশ্যে। আমরা উভয় দল একে অপরের দ্বারা লাভবান হয়েছি। জিনেরা মানুষের দ্বারা এই স্বার্থ লাভ করেছে যে, মানুষ তাদের আনুগত্য করেছে, তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করেছে। আর মানুষেরা জিন দ্বারা এ মতলব হাসিল করেছে যে, জিনেরা মানুষের জন্য দেহজ ও কামজ ভোগ্য বিষয়ে নতুন নতুন কৌশল উদ্ভাবন করেছে, তাদের কাম-চাহিদা উসকে দিয়ে তা চরিতার্থ করার বিভিন্ন অবৈধ ও মোহময় পন্থা আবিষ্কার করেছে।১১

উভয় দল বাষ্পোচ্ছ্বাস উদগিরণ করে বলবে, আমরা ভোগ-বিলাসিতায় নিমজ্জিত ছিলাম, সহসা আমরা সেই কঠিন সময়ে উপনীত হয়েছি, যা তুমি আমাদের জন্য নির্ধারিত করে রেখেছিলে। যে দিনের আগমনকে আমরা অস্বীকার করেছিলাম, এখন তা-ই আমরা স্বচক্ষে অবলোকন করছি। এ পরিস্থিতিতে তোমার ইচ্ছা ও হুকুমের সামনে আমরা বিপন্ন, অসহায়। তখন আল্লাহ পাক এসব অপরাধী জিন ও মানুষকে বলবেন, তোমরা যেহেতু তওবা করা ব্যতিরেকে নির্ধারিত কাল পূর্ণ করে আমার সামনে উপস্থিত হয়েছ, অতএব জাহান্নামই তোমাদের সকলের বাসস্থান।

দুনিয়ার অপরাধীদের পরস্পরে সদ্ভাব ও সুসম্পর্ক থাকে। তারা একে অপরকে ফুসলিয়ে দলবদ্ধ হয়ে অনাচার ও পাপাচারে লিপ্ত হয়। তারা একে অপরের অপরাধ ঢাকার চেষ্টা করে এবং একজন বিপদগ্রস্ত হলে অন্যজন ছুটে এসে তার দুর্দশা লাঘব করার চেষ্টায় যুক্ত হয়। কিন্তু হাশরের ময়দানে সম্পূর্ণ ভিন্নচিত্র পরিদৃষ্ট হবে। তারা যখন নিজেদের কৃতকর্মের করুণ পরিণতি প্রত্যক্ষ করবে, তখন একজন অন্যজনের প্রতি অভিসম্পাত বর্ষণ করবে। যখন কোনো দলকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আনা হবে, তখন তারা তাদের পূর্ববর্তী দলের প্রতি যাদেরকে নেতৃস্থানীয় হওয়ার কারণে পূর্বেই জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, লানত দিয়ে বলবে-

ربنا هؤلاء اضلونا فاتهم عذابا ضعفا من النار

হে আমার প্রতিপালক! এরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল; সুতরাং এদেরকে দ্বিগুণ অগ্নি শাস্তি দিন। -সূরা আরাফ ৩৮

নেতৃস্থানীয় অপরাধী ও অনুসারী অপরাধী সকলকেই শাস্তি প্রদান করা হবে। যদিও শাস্তিতে প্রবেশের সময় অগ্র পশ্চাতের তারতম্য হবে এবং শাস্তির ধরন ও প্রকৃতিতেও পার্থক্য হবে। নেতৃবর্গ প্রথমে প্রবেশের পর কোনো অনুগামী দলকে উপস্থিত করা হলে, নেতৃবৃন্দ পরস্পরে বলবে, আরও একদল এসেছে, যারা আমাদের সাথে শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে প্রবেশ করছে। তারা ধ্বংস হোক। তাদের প্রবেশে আমাদের কোন আনন্দ নেই, এদের প্রতি কোনো অভিনন্দনও নেই।  এরা শাস্তিযোগ্য না হলে এদের প্রতি অভিনন্দন হত। অনুসারীরা তখন বলবে, বরং তোমাদের প্রতিই আল্লাহর কঠিন শাস্তি হোক। কারণ তোমরাই তো আমাদেরকে প্রলোভন দিয়ে এরূপ দুর্দশা ও মুসীবতে পতিত করেছ। এরপর এ অনুগামী অপরাধী দল আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে- ১৩

ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا فى النار

হে আমাদের প্রতিপালক! যে আমাদের এ মুসীবতের সম্মুখীন করেছে, তাকে তুমি জাহান্নামে দ্বিগুণ শাস্তি দাও। -সূরা সাদ ৬১

আল্লাহ তাআলা তখন বলবেন, তোমাদের প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে। ১৪

পূর্ববর্তী নেতৃস্থানীয়দের দ্বিগুণ শাস্তি এজন্য যে, তারা নিজেরাও বিভ্রান্ত ছিল এবং অন্যদেরকেও বিভ্রান্ত করেছে। আর অনুগামী সাধারণ অপরাধীদের দ্বিগুণ শাস্তি এজন্য হবে যে, তারা বিভ্রান্ত হয়েছে। অথচ নবী-রাসূল ও তাঁদের ওয়ারিসগণ সুস্পষ্ট দলীল-প্রমাণের মাধ্যমে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে পৃথক করে দেখিয়েছেন। তারপরও এরা নবীদের কথা অমান্য করে অতি দুরাচার লোকদের পদাঙ্ক অনুসরণ করেছে। নবী-রাসূলগণ পূর্ববর্তী যুগের বিভ্রান্ত লোকদের ধ্বংসাত্মক পরিণতির কথা শুনিয়েছেন, তারপরও এরা উপদেশ গ্রহণ করেনি।১৫

অপরাধীদেরকে জাহান্নামে নিক্ষেপের পর তাদের মুখমন্ডল অগ্নিতে উলট-পালট করা হবে। তখন তারা আর্তস্বরে উত্থিত করে বলবে, হায়! আমরা যদি পৃথিবীতে আল্লাহকে ও রাসূলকে মান্য করতাম!১৬

তারা ব্যথিত কণ্ঠে বলবে-

ربنا انا اطعنا سادتنا وكبرائنا فاضلونا السبيل، ربنا اتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا

হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের নেতা ও বড়লোদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক! তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদেরকে দাও মহাঅভিসম্পাত। -সূরা আহযাব ৬৭, ৬৮

(চলবে ইনশাআল্লাহ)

 

সূত্র :

১. মিশকাত শরীফ ২/৪৮৪                          

২. সূরা ত্বহা ১০২                                     

৩. সূরা ইবরাহীম ৪২                                 

৪. সূরা আবাসা ৪১                                                           

৫. সূরা ইবরাহীম ৪৩                    

৬. সূরা লুকমান ১৩

৭. সূরা নিসা ১১৬

৮. মিশকাত শরীফ ১/১৬

৯. সূরা আনআম ২৪

১০. সূরা ইউনুস

১১. ইদরীস কান্দলভী, মাআরিফুল কুরআন ৩/১৯

১২. প্রাগুক্ত ৩/১৯

১৩. বয়ানুল কুরআন, সূরা সাদ

১৪. সূরা আরাফ ৩৮

১৫. ইদরীস কান্দলভী, মাআরিফুল কুরআন ৩/১১৫

১৬. সূরা আহযাব ৬৬

 

advertisement