Rabiul Auwal 1429   ||   March 2008

একটি ভুল মাসআলা

ইহরাম অবস্থায় কি চাদর বা লেপ দ্বারা পা আবৃত করা যায় না?

মিনায় দেখা গেল, এক ব্যক্তি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, কিন্তু তার মাথা ও পা অনাবৃত। পা আবৃত করেছিলেন, কিন্তু কয়েকজন মানুষ তাকে অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে, ভাই, হালতে ইহরামে পায়ের উপর কাপড় লাগানো মোটেও দুরস্ত নয়।

মনে রাখতে হবে যে, এই ধারণা ঠিক নয়। ইহরামের হালতে পা ঢাকা যায়, তবে মোজা বা সাধারণ জুতো পরিধান করা জায়েয নয়। চপ্পল বা এ জাতীয় কোনো জুতো পরিধান করা জায়েয। #

 

advertisement