Shaban-Ramadan 1441   ||   April-May 2020

১৩ রজব ১৪৪১ হিজরী, ০৯-০৩-২০২০ ঈসায়ী সোমবার

আলহামদু লিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আজ মারকাযের কেন্দ্রীয় মসজিদের পাইলিং-এর কাজ সম্পন্ন হয়েছে। কেবল আল্লাহ্র উপর ভরসা করেই নামেমাত্র যাহেরী উপকরণ নিয়ে মসজিদের কাজে হাত দেয়া হয়েছে। আল্লাহ তাআলা নিজ দয়া-মেহেরবানীতে মসজিদের বাকি কাজ এবং পরিকল্পনাধীন অন্যান্য সকল কাজ খুব সহজে, নিখুঁতভাবে দ্রæততম সময়ে সম্পন্ন করে দিনÑ আমীন।

 

advertisement