Shaban-Ramadan 1441   ||   April-May 2020

০৮ রজব ১৪৪১ হিজরী ০৪-০৩-২০২০ ঈসায়ী বুধবার

আজ মিরপুর দফতরে অনুষ্ঠিত হয়েছে, এসএসসি সমাপণকারী শিক্ষার্থীদের জন্য দ্বীনশিক্ষা কর্মসূচি। মিরপুর ও আশপাশের এলাকার প্রায় ১৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

মারকায কর্তৃক এসএসসি ও এইচএসসি পরীক্ষা সমাপণকারীদের জন্য এ ধরনের আয়োজন সর্বপ্রথম শুরু হয় ২০১৮ সালে। আল্লাহ তাআলা এই মেহনতকে উপকারী বানান ও কবুল করেন।

 

advertisement