Shaban-Ramadan 1441   ||   April-May 2020

০৭ রজব ১৪৪১ হিজরী, ০৩-০৩-২০২০ ঈসায়ী মঙ্গলবার

আজ মারকাযের হযরতপুর প্রাঙ্গণে তাশরীফ আনেন দারুল উলূম নদওয়াতুল উলামা ল², ভারত-এর শাইখুল হাদীস মাওলানা মুহাম্মাদ নিয়ায মাহমুদ ছাহেব দামাত বারাকাতুহুম। রাত ১০টা থেকে প্রায় রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনি এখানে অবস্থান করেন। মারকাযের চলমান কার্যক্রম জেনে খুশি হন এবং তারাক্কির জন্য দুআ করেন। রাতের দস্তরখান থেকে ফারেগ হয়ে তিনি তালিবুল ইলমের উদ্দেশে সংক্ষিপ্ত বয়ান করেন। তিনি বলেন, সফলতা-কামিয়াবি হাসিলের জন্য কয়েকটি বিষয় অনেক বেশি জরুরি। ১. নিয়ত বিশুদ্ধ হওয়া। ইলম অর্জন, ইলমী মেহনত, ইলমী খেদমত সবকিছু একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া। ২. কোনো এক শাস্ত্রে ইখতিসাস তথা বিশেষজ্ঞতা অর্জন করা। মাহেরে ফন তথা বিজ্ঞ-প্রাজ্ঞ বিশেষজ্ঞ ব্যক্তি যদি কোনো বিরাণ যায়গাতেও অবস্থান করেন তো দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে মানুষ তার কাছে ছুটে আসে। ৩. নিজে দুআ করা। ৪. দুআ নেয়া। খেমতের মাধ্যমে বড়দের দুআ নেয়া। মা-বাবার সম্মান, উস্তাযগণের সম্মান করা, তাদের খেদমত করা, মাদরাসার এহতেরাম, কিতাবাদির এহতেরামÑ ইলমী তারাক্কির জন্য এগুলো অনেক জরুরি।

 

advertisement