Rajab 1441   ||   Mach 2020

১৩ জুমাদাল আখিরাহ ১৪৪১ হি., ০৮-০২-২০২০ঈ. শনিবার

আজ তাশরীফ আনেন জামিয়া আরাবিয়া হাতুরাবান্দা, ইউপি, ভারত-এর শায়খুল হাদীস ও প্রধান মুফতী এবং ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ার সেক্রেটারী মাওলানা মুফতী মুহাম্মাদ ওবায়দুল্লাহ আসআদী দামাত বারাকাতুহুম। সকাল সাড়ে নয়টা থেকে বিকাল প্রায় সাড়ে তিনটা পর্যন্ত তিনি এখানে অবস্থান করেন। মারকাযের বর্তমান কার্যক্রম বিষয়ে খোঁজ-খবর নেন। মারকাযের যাহেরী-বাতেনী তারাক্কীর জন্য দুআ করেন। আসাতিযা ও তলাবায়ে কেরামের মজলিসে প্রায় পৌনে দুই ঘণ্টা বয়ান করেন। বয়ানের শেষাংশে তালেবে ইলমদেরকে কিছু বিশেষ নসীহত করেন। তিনি বলেন-

আপনি যদি ইলমকেই আপনার কর্মক্ষেত্র হিসেবে গ্রহণ করেন তাহলে আপনাকে তাহকীকের মেযাজ হাসিল করতে হবে। কোনো মানুষই পাকা হয়ে আসে না। তলবে ইলমীর ৮/১০ বছরে তো মাত্র বুনিয়াদী এস্তেদাদ তৈরি হয় এরপর নিয়মমত আরো মেহনত করতে থাকবেন, মুরব্বীদের তরবিয়তের অধীনে থাকবেন ও তাদের তরবিয়ত আগ্রহভরে গ্রহণ করবেন তাহলে আপনি পরিকপক্কতা হাসিল করতে পারবেন।

আর যদি তলবে ইলমীর যিন্দেগীর পরে এভাবে মেহনত না করেন তাহলে আপনার কাছে মনে তো হবে আপনি পেকেছেন অথচ আপনার পরিপক্কতা হাসিল হয়নি। এ ধরনের ক্ষেত্রেই বলা হয় অকালপক্কতা। আরবীতে যাকে বলে-

تزبب قبل أن يتحصرم

 

advertisement