Rajab 1441   ||   Mach 2020

২ জুমাদাল আখিরাহ ১৪৪১ হিজরি, ২৮-০১-২০২০ঈ. মঙ্গলবার

আজ বিকেলে মারকাযের হযরতপুর প্রাঙ্গণে তাশরিফ আনেন মাওলানা মুহাম্মাদ শাহ আলম গৌরখপুরী দামাত বারাকাতুহুম। তিনি দারুল উলূম দেওবন্দের শোবায়ে তাহাফফুযে খতমে নবুওত-এর মুশরিফ এবং অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুযে খতমে নবুওতের নায়েবে ছদর।

আসর থেকে রাত প্রায় নয়টা পর্যন্ত তিনি মারকাযে অবস্থান করেন। বাদ মাগরিব তালেবে ইলমদের উদ্দেশ্যে বেশ দীর্ঘ বয়ান করেন। তিনি তার বয়ানে মাদারেসের মধ্যে ইলমুল কালামের প্রতি বিশেষ তাওয়াজ্জুহ দেয়ার তাকীদ দেন।

তিনি দাওয়াহ বিভাগের চলমান কার্যক্রম জেনে সন্তোষ প্রকাশ করেন এবং কাজের উসূল ও উসলূবের সাথে একমত পোষণ করেন। তারাক্কীর জন্য দুআ করেন। কিসমুদ দাওয়াহ্র মাকতাবার সংগ্রহ দেখে খুশি হন এবং কিছু দুর্লভ কিতাবের সন্ধান দেন।

 

advertisement