Jumadal Akhirah 1441   ||   February 2020

একটি এলান

প্রসঙ্গ : আলকাউসারের নামে প্রচারিত ফেসবুক পেজ, পিডিএফ বা অফলাইন ভার্সন

সম্মানিত পাঠকবৃন্দ! আলহামদু লিল্লাহ, আপনাদের প্রিয় পত্রিকা মাসিক আলকাউসার ১৪২৬হি./২০০৫ঈ. থেকে অদ্যাবধি নিয়মিত প্রকাশিত হচ্ছে। বিভিন্ন শ্রেণির বাংলা ভাষাভাষী পাঠক এর মাধ্যমে দ্বীনী নির্দেশনা লাভ করছেন, উপকৃত হচ্ছেন। আল্লাহ্র মেহেরবানীতে এর ছাপানো সংস্করণ ও ওয়েব সংস্করণ উভয়টির পাঠকসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আলকাউসারের সাথে আপনাদের পথচলাকে আল্লাহ বরকতময় করুন এবং আলকাউসারকে কবুল ও মাকবুল করুন, উম্মাহ্র জন্য মুফীদ ও উপকারী করুন- আমীন।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাসিক আলকাউসারের কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই। তেমনি পিডিএফ বা অফলাইন ভার্সনও নেই। কিন্তু আমরা জানতে পেরেছি যে, ব্যক্তিগতভাবে কেউ কেউ আলকাউসার-এর নাম দিয়ে ফেসবুক পেজ খুলে রেখেছেন। এরকম একাধিক ফেসবুক একাউন্ট আছে বলে জানা গেছে। কেউ কেউ আবার পিডিএফ তৈরি করে অনলাইনে ছেড়েছেন বা অফলাইন ভার্সন তৈরি করেছেন বলে শোনা যায়।

আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, এগুলোর সাথে আলকাউসারের কোনো সম্পর্ক নেই। মাসিক আলকাউসার কাউকে এমনটি করার অনুমতি দেয়নি। এর দায়-দায়িত্ব সম্পূর্ণই সংশ্লিষ্ট ব্যক্তির। এগুলোর কোনো বক্তব্য বা পোস্টের সাথে মাসিক আলকাউসারের কোনো সম্পর্ক নেই।

ভবিষ্যতে আলকাউসার কর্তৃপক্ষ যদি এ্যাপ, পিডিএফ বা অফলাইন ভার্সন তৈরি করে বা ফেসবুক পেজ খোলে তাহলে সেটা মাসিক আলকাউসারে এলানের মাধ্যমে আপনাদের অবহিত করা হবে- ইনশাআল্লাহ। -সম্পাদক

 

advertisement