Rabiul Akhir 1441   ||   December 2019

দুআর ভুবন

মুহিউদ্দিন ফারুকী

সকাল-সন্ধ্যার দুআ

ভোর হয়েছে। ফজরের নামায শেষ হয়েছে। দিনের শুরু এখন থেকেই। দিনের শুরুতে আল্লাহ্র কাছে দুআ করব, আল্লাহ্র প্রশংসা করব তাহলে ইনশাআল্লাহ আমার সারাটি দিন ভালো যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  দিনের শুরুতে আল্লাহর নিকট দুআ করতেন। আবার দিন শেষে সন্ধ্যার সময়ও দুআ করতেন। শুরু আর শেষ ভালো হলে আশা করা যায় সবই ভালো হবে- ইনশাআল্লাহ।

দিনের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুআটি পড়তেন এখন চলো আমরা সেই দুআটি শিখে নিই। ভালো করে মুখস্থ করে নিই। তাহলে আমাদের সারাটি দিন হবে খুব সুন্দর। সারাটি দিন হবে বরকতপূর্ণ। দুআটি হচ্ছে-

اللّهُمّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النّشُورُ

অর্থ : হে আল্লাহ! আমরা তোমারই অনুগ্রহে সকালে উপনীত হই এবং তোমারই অনুগ্রহে  সন্ধ্যায় উপনীত হই। তোমারই অনুগ্রহে আমরা জীবিত রয়েছি, তোমারই ইচ্ছায় আমরা মৃত্যুবরণ করব, আর কিয়ামত দিবসে তোমার নিকটই আমরা সমবেত হব। -সুনানে আবু দাউদ, হাদীস ৫০৬৮

আর সন্ধ্যার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দুআটি পড়তেন। ঠিক উপরের দুআর মতই। তাই তোমার মুখস্থ করতে খুব কষ্ট হবে না। তাই চলো তাড়াতাড়ি মুখস্থ করে নিই।

اللّهُمّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النّشُورُ.

অর্থ : হে আল্লাহ! আমরা তোমারই অনুগ্রহে সন্ধায় উপনীত হই এবং তোমারই অনুগ্রহে  সকালে উপনীত হই। তোমারই অনুগ্রহে আমরা জীবিত রয়েছি, তোমারই ইচ্ছায় আমরা মৃত্যুবরণ করব, আর তোমারই নিকট সমবেত হব। -সুনানে আবু দাউদ, হাদীস ৫০৬৮

 

advertisement