Rajab 1431   ||   July 2010

সন্তান হন্তারক পরকীয়া থেকে সমাজকে বাঁচাতে হবে

Abu Tashrif

একদিন আগে থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছে না বলে দাবি করে আসছিল তার মা। একদিন পর সেই শিশু-সামিউলের মৃতদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে মেরে বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। ঘটনাটি ঢাকা শহরের মোহাম্মদপুর-আদাবর এলাকার। ঘটেছে এই জুনের ২০ থেকে ২৩ তারিখের মধ্যে কোনো এক দিন। মর্মান্তিক ঘটনা! পাঁচ বছরের একটি শিশুকে মেরে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। একটি শিশু হত্যা অবশ্যই মর্মান্তিক কিন্তু এ রকম মর্মান্তিক ঘটনাই যে, অনেক বেশি মর্মান্তিক হয়ে ওঠতে পারে আরো কিছু কারণে, সেটা জানা গিয়েছে মৃত শিশুটি উদ্ধার হওয়ার তিন-চার দিনের মধ্যেই। সন্দেহ হওয়ায় শিশুর মাকে গ্রেফতার করে পুলিশ। বেরিয়ে আসতে থাকে পিলে চমকানো সব তথ্য। শিশুটির মা এবং মায়ের অবৈধ প্রেমিকই যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশের কাছে দেওয়া তাদের জবানবন্দি থেকে সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে। র্যা্ব ও পুলিশের কাছে নিহত শিশুটির মা এবং সেই অদ্ভুত মায়ের প্রেমিকের দেওয়া স্বীকারোক্তি থেকে মর্মান্তিক ঘটনার এই পিলে চমকানো খবরটি প্রকাশ পেয়েছে। দু’জনই শিশু হত্যার বিষয়ে এমন কিছু কিছু কথা বলেছে, তবে হত্যাকাণ্ডে যে দু’জনই জড়িত তা প্রকাশ পেয়েছে। স্তম্ভিত হয়ে গোটা দেশের মানুষ দেখল, একজন মা তার শিশু সন্তানকে হত্যা করল কিংবা নিজ হাতে হত্যায় সহযোগিতা করল। শিশুহত্যার চেয়ে অনেক গুণ ভয়াবহ হল, মায়ের হাতে শিশু হত্যার এই ঘটনা। একজন মায়ের পক্ষে এত নিষ্ঠুর ও অমানুষ হওয়া কীভাবে সম্ভব হল-অবাক করা এ প্রশ্নটিই এখন বড় হয়ে ওঠেছে। সংবাদ মাধ্যমের বর্ণনায় জানা গেছে, শিশুটির মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এক পুরুষের। সে সম্পর্ক এতই গাঢ় ও কুৎসিত ছিল যে, পাঁচ বছরের শিশু সন্তানটিও তাতে অস্বস্তি বোধ করছিল। আর সে কারণেই অবৈধ সম্পর্কে আবদ্ধ শিশুর মা ও মায়ের প্রেমিক তাদের অবৈধ সম্পর্কের পথের কাঁটা সরানোর উপায় হিসেবে শিশুটিকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। প্রাথমিক স্বীকারোক্তি থেকে আপাতত এতটুকু জানা গেছে। হত্যাকারী দু’জনের কে কীভাবে শিশুটিকে হত্যা করেছে, কে সাহায্য করেছে, কে ফেলে এসেছে এসব বিষয়ে আরো পরিষ্কার তথ্য হয়তো সামনের দিনগুলোতে বের হয়ে আসবে। তবে মানবীয় মমতা ও নির্মমতার বিবেচনায় সে বিষয়গুলো বড় কোনো ঘটনা নয়। সন্তান হত্যার মতো মাতৃত্বের এত ভয়ংকর পতনের সামনে অন্য কোনো প্রশ্নকে বড় করে দেখার কোনো সুযোগ কি আছে? এখানে প্রশ্ন একটিই। কেন ঘটল এই পতন? এ প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে, বিবাহিত নারী-পুরুষের অনৈতিক সম্পর্ক বা পরকীয়াই এ ঘটনার পেছনের মূল কারণ ছিল। অথচ ঘটনাটি ঘটে যাওয়া ও প্রকাশ পাওয়ার পর থেকে এ পর্যন্ত মূল এই কার্যকারণটি নিয়ে মিডিয়ায় কোনো আলোচনাই আসেনি। সেই মনির-রীমা, খুকুর ঘটনা থেকে নিয়ে আদাবরের এই শিশু সামিউল পর্যন্ত কেবল পরকীয়া বা বিবাহিত নর-নারীর অবৈধ সম্পর্কজাত হত্যকাণ্ডের প্রকাশ্য ঘটনা খুঁজলে এদেশে কয়েক শত ঘটনার সন্ধান মিলবে। এর মধ্যে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে এবং মা সন্তানকে হত্যার ঘটনাও রয়েছে। প্রশ্ন হচ্ছে, যে অবৈধ সম্পর্কটি কেবল আখেরাতকেই বরবাদ করে না দুনিয়ার জীবনেও রক্তপাত ও নির্মম হত্যার মতো ঘটনার উপলক্ষ হয় সেই পরকীয়া কি এ সমাজে বন্ধ আছে কিংবা বন্ধ হওয়ার মতো পরিবেশ তৈরি করা হয়েছে? নর-নারীর অবৈধ সম্পর্কের অনুকূল পরিবেশ সযত্নে লালন করলে সে সম্পর্কের বিষ ও দূষণ তো যখন তখন সমাজে প্রকাশ হওয়ার আশঙ্কা থেকেই যায়। নর-নারীর প্রাক বিবাহ ও বিবাহোত্তর সব রকম অবৈধ সম্পর্কের বিরুদ্ধে ইসলাম বহু দিকনির্দেশনা দিয়েছে। আমাদের সমাজ সেগুলো ভুলে যেতে বসেছে। ইসলামের বিচার ও আইনী ব্যবস্থায় বিবাহিত নর-নারীর অবৈধ সম্পর্ককে অধিকতর কঠোর দৃষ্টিতে বিবেচনা করা হয়েছে। তবে রিপুতাড়িত বুদ্ধি ও যুক্তি তাকে আঘাত করেছে। আজ বিষাক্ত পরকীয়ার প্রতিক্রিয়া এই হয়েছে যে, মমতাময়ী মায়ের হাত পিশাচ খুনীর হাতে পরিণত হয়েছে। আবহমান কাল থেকে মানুষ কেবল নয়, প্রাণীমাত্রের মাঝেই মা ও সন্তানের পরস্পরের যে বন্ধন তাতেই এখন ফাটল ধরার ঘটনা ঘটছে। এরপরও যদি নারী-পুরুষ সম্পর্ক, দাম্পত্য, যৌন-নৈতিকতা বিষয়ে ইসলামের শিক্ষার দিকে আমরা মনোযোগী না হই তাহলে আর কবে আমাদের হুঁশ হবে! শিশু সামিউলের মর্মান্তিক হত্যার ঘটনায় আমরা মর্মাহত। আর সামিউলের মায়ের মতো মায়েদের হাতে সন্তান-খুনের ঘটনায় আমরা ভয়ংকর রকম উদ্বিগ্ন। সমাজকর্তারা যদি উদ্যোগী না হন তাহলে সম্পর্কের বিপথগামীতার কারণে আপন সন্তানের হন্তারক হাজার হাজার মায়ের জন্ম হতে পারে এ সমাজে। পরকীয়ার অভিশাপকে সমাজে টিকে থাকতে দিলে স্বামী-স্ত্রী, মা-সন্তান যে কারো হাত যে কারো গলা টিপে ধরতে পারে-এ সত্যটা বুঝতে দেরি করলে ক্ষতি হবে আমাদের, আমাদেরই সমাজের।

 

advertisement