Muharram 1441   ||   September 2019

একটি জাল বর্ণনা

যিলহজ্বের শেষ দিন ও মুহাররমের প্রথম দিন রোযা রাখার ফযীলত

‘যে ব্যক্তি যিলহজ্ব মাসের শেষ দিন এবং মুহাররমের প্রথম দিন রোযা পালন করল, সে ব্যক্তি তার বিগত বছরকে রোযা দ্বারা সমাপ্ত করল এবং আগত বছরকে রোযা দ্বারা স্বাগত জানাল। কাজেই আল্লাহ তার ৫০ বছরের কাফফারা বা পাপ মার্জনা করবেন।’

বার চাঁদের ফযীলত জাতীয় পুস্তিকার মাধ্যমে এ বর্ণনাটি অনেকের মাঝে প্রসিদ্ধ হয়েছে। এটি একটি জাল বর্ণনা। ইবনুল জাওযী রাহ. জাল বর্ণনা বিষয়ক তাঁর কিতাব ‘কিতাবুল মাওযূআত’-এ বর্ণনাটি উল্লেখ করে বলেন-

الْهَرَوِيّ هُوَ الجويباري، ووَهْب، كِلَاهُمَا كَذّاب وَضاع.

(এ বর্ণনাসূত্রে দুজন রাবী রয়েছে) এক. হারাবী, সে হল জুওয়াইবারী দুই. ওয়াহ্ব। এরা দুজনই কাযযাব ও ওয়াযযা‘ অর্থাৎ চরম মিথ্যাবাদী ও হাদীস জালকারী (সুতরাং এ বর্ণনাটি জাল)। -কিতাবুল মাওযূআত ২/৫৬৬

হাফেয শামসুদ্দীন যাহাবী, জালালুদ্দীন সুয়ূতী, ইবনে আররাক কিনানী, মুহাম্মাদ তাহের পাটনী, মুহাম্মাদ বিন আলী শাওকানী রাহ. প্রমুখের মতেও বর্ণনাটি জাল। (দ্র. তালখীসুল মাউযূআত ২০৬ (৫০০); আললাআলিল মাসনূআহ ২/১০৮; তানযীহুশ শরীআহ ২/১৪৮; তাযকিরাতুল মাওযূআত ১১৮; আলফাওয়াইদুল মাজমূআহ ১/১২৯)

 

advertisement