Shawal 1440   ||   June 2019

এ বর্ণনাটির পাঠ ওভাবে নয় এভাবে

আল্লাহ তোমাদের ...-এর দিকে তাকান না; বরং...

এ বর্ণনাটি অনেকের মাঝে এভাবে প্রসিদ্ধ-

“নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা-আকৃতি ও আমলের দিকে তাকান না। তিনি তাকান তোমাদের অন্তরের দিকে।” কিন্তু সহীহ মুসলিমসহ হাদীসের অন্যান্য কিতাবে হাদীসটির যে পাঠ এসেছে, তাতে রয়েছে- (সহীহ মুসলিমের পাঠ নি¤œরূপ)

إِنّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ.

নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা-আকৃতি ও সম্পদের দিকে তাকান না। তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে। -সহীহ মুসলিম, হাদীস ২৫৬৪

অর্থাৎ, লোকমুখে প্রসিদ্ধ বর্ণনায় রয়েছে, আমলের দিকে তাকান না। আর সহীহ বর্ণনায় এসেছে- ...আমলের দিকে তাকান। এটাই স্বাভাবিক। কারণ, বান্দা তো ঈমান ও আমলের মুকাল্লাফ (আদিষ্ট)।

আরো দেখুন : সুনানে ইবনে মাজাহ, হাদীস ৪১৪৩; আলআসমা ওয়াস সিফাত, বায়হাকী, হাদীস ১০০২; মুসনাদে আহমাদ, হাদীস ৭৮২৭; সহীহ ইবনে হিব্বান, হাদীস ৩৯৪; শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস ৯৯৯৪; মুসনাদে ইসহাক ইবনে রাহূয়াহ, হাদীস ৩৭৯; আলঈমান, ইবনে মান্দাহ, হাদীস ৩২৬; আলআদাব, বায়হাকী, হাদীস ৮১৬

বায়হাকী রাহ. আলআসমা ওয়াস সিফাত গ্রন্থে উক্ত বর্ণনাটির পাঠ উল্লেখ করেন এভাবে-

إِنّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَلَا إِلَى أَحْسَابِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ.

(নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা-আকৃতি ও বংশের দিকে তাকান না। তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে।)

এরপর ইমাম বায়হাকী রাহ. বলেন-

هَذَا هُوَ الصّحِيحُ الْمَحْفُوظُ فِيمَا بَيْنَ الْحُفّاظِ، وَأَمَّا الّذِي جَرَى عَلَى أَلْسِنَةِ جَمَاعَةٍ مِنْ أَهْلِ الْعِلْمِ وَغَيْرِهِمْ: إِنّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَلَا إِلَى أَعْمَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ. فَهَذَا لَمْ يَبْلُغْنَا مِنْ وَجْهٍ يثْبتُ مِثْلهُ، وَهُوَ خِلَافُ مَا فِي الْحَدِيثِ الصّحِيحِ. وَالثّابِتُ فِي الرِّوَايَةِ أَوْلَى بِنَا وَبِجَمِيعِ الْمُسْلِمِينَ، وَخَاصّةً بِمَنْ صَارَ رَأْسًا فِي الْعِلْمِ يُقْتَدَى بِهِ، وَبِاللهِ التّوْفِيقُ.

অর্থাৎ, হাফেযে হাদীসগণের কাছে এভাবেই বর্ণনাটি সহীহ ও মাহফূয। (অর্থাৎ, তাতে আমলের দিকে তাকাবার কথা রয়েছে।) আর প্রচলিত ও প্রসিদ্ধ যে পাঠ-

إِنّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَلَا إِلَى أَعْمَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ.

(নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা-আকৃতি ও আমলের দিকে তাকান না। তিনি তাকান তোমাদের অন্তরের দিকে।)- আমরা তা কোনো নির্ভরযোগ্য সূত্রে পাইনি। তা সহীহ হাদীসে বর্ণিত পাঠের খেলাফ। আর রেওয়ায়েতগতভাবে যেটি প্রমাণিত, মুসলিমদের জন্য সেটিই গ্রহণের অধিক উপযোগী। (আলআসমা ওয়াস সিফাত, হাদীস ১০০৩ দ্রষ্টব্য)

 

advertisement