Jumadal Akhirah-Rajab 1440   ||   March 2019

একটি ভিত্তিহীন কথা

কিয়ামতের দিন কি আলেমদের হিসাব-নিকাশ হবে পর্দার আড়ালে?

কিছু কিছু মানুষকে বলতে শোনা যায়- কিয়ামতের দিন আল্লাহ তাআলা আলেমদের হিসাব-নিকাশ সকলের সামনে নিবেন না; বরং তাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে তাদের হিসাব নিবেন পর্দার আড়ালে।

আলেমদের সম্মান বোঝাতে কিছু মানুষ এ কথাটি বলে থাকেন। কিন্তু এটি একটি মনগড়া কথা; এর কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসে এমন কোনো কথা পাওয়া যায় না।

আলেমদের মর্যাদার বিষয়ে এর চেয়ে বড় কথা আর কী হতে পারে যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে নবীগণের ওয়ারিস বলেছেন! এছাড়া আলেমদের মর্যাদার বিষয়ে তো কুরআনের বহু আয়াত ও সহীহ হাদীস রয়েছে, সেগুলোই যথেষ্ট; এ ধরনের মনগড়া কথা বলা সমীচীন নয়।

আর বিভিন্ন সহীহ হাদীস থেকেও একথা বোঝা যায় যে, আলেমদের হিসাব পর্দার আড়ালে হবে- একথা ঠিক নয়। (দ্র. জামে তিরমিযী, হাদীস ২৩৮২; সহীহ মুসলিম, হাদীস ১৯০৫) 

সুতরাং আমরা এমন কথা বলব না। আলেমদের মর্যাদার বিষয়ে কুরআনের আয়াত এবং বহু সহীহ হাদীস রয়েছে, সেগুলোই বলব, কোনো মনগড়া কথা বলব না।

 

advertisement