Rabiul Akhir 1440   ||   January 2019

একটি ভিত্তিহীন কথা

 

যে রাস্তায় দাওয়াতের কাজ নিয়ে মানুষ চলে সে রাস্তা অন্যান্য রাস্তার উপর ফখর করতে থাকে

মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ফযীলত বলতে গিয়ে কেউ কেউ বলে, যে রাস্তায় দাওয়াতের কাজ নিয়ে মানুষ চলে, সে রাস্তা অন্যান্য রাস্তার উপর ফখর করতে থাকে।

এটি একটি সম্পূর্ণ বানোয়াট কথা এবং মনগড়া ফযীলত, যা বলা এবং বিশ্বাস করা যাবে না।

মানুষকে আল্লাহর দিকে ডাকার ফযীলত তো কুরআনে কারীমেই এসেছে-

وَ مَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَی اللهِ وَ عَمِلَ صَالِحًا وَّ قَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ.

তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে, আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। -সূরা হা-মীম আসসাজদা (৪১) : ৩৩

হাদীস শরীফে ইরশাদ হয়েছে-

مَنْ دَعَا إِلَى هُدًى، كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا.

যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করল; তার আহ্বানে যত মানুষ সারা দিবে সে এর প্রতিদান পাবে। এতে অনুসরণকারীদের প্রতিদান একটুও কমবে না। -সহীহ মুসলিম, হাদীস ২৬৭৪

আলী রা.-কে একবার নবীজী বললেন-

لَأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمرِ النّعَمِ.

তোমার মাধ্যমে একজন লোকও হেদায়েতপ্রাপ্ত হওয়া তোমার জন্য আরবের লাল উটনী অপেক্ষা উত্তম। -সহীহ বুখারী, হাদীস ২৯৪২

এছাড়াও কুরআন-হাদীসে আরো ফযীলত বর্ণিত হয়েছে।

মোটকথা, মানুষকে আল্লাহর দিকে ডাকা অনেক বড় ফযীলতের আমল; কুরআন-হাদীসে এর অনেক ফযীলত বর্ণিত হয়েছে। কিন্তু যে ফযীলতের কথা কুরআন-হাদীসে নেই; নিজ থেকে বানিয়ে এমন কথা বলা অনেক বড় গুনাহের কাজ। আমরা এ থেকে বিরত থাকব এবং কুরআনে কারীম ও সহীহ হাদীসে বর্ণিত ফযীলতগুলোই বলব; মনগড়া কোনো কিছু বলব না।

 

advertisement