Rabiul Auwal 1440   ||   December 2018

আরেকটি ভুল ধারণা

কা‘বা শরীফ দেখলে বা উমরা করলে কি হজ্ব ফরয হয়ে যায়?কিছু মানুষের ধারণা, কা‘বা শরীফ দেখলে বা উমরা করতে গেলে হজ্ব ফরয হয়ে যায়। তাদের এ ধারণা ঠিক নয়। কা‘বা শরীফ দেখা না দেখার সাথে হজ্ব ফরয হওয়ার কোনো সম্পর্ক নেই।

হজ্ব ফরয হওয়ার জন্য শারীরিক সক্ষমতার পাশাপাশি হজ্বে যাওয়া-আসার খরচসহ তার অনুপস্থিতির দিনগুলোতে পরিবারের চলার মত স্বাভাবিক খরচের ব্যবস্থা থাকতে হবে। তাহলেই কারো উপর হজ্ব ফরয হবে। কা‘বা শরীফ দেখা না দেখার কোনো বিষয় এখানে নেই। সুতরাং উপরোক্ত ধারণাটি ঠিক নয়। 

 

advertisement