Muharram 1440   ||   October 2018

একটি ভিত্তিহীন বর্ণনা

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রা.-এর একান্ত আলাপচারিতা ওমর রা.-ও বুঝতেন না!

কিছু বাতিলপন্থী লোকের মাধ্যমে সমাজে একথা প্রচলিত হয়েছে যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রা. যখন একান্তে কথা বলতেন তখন এমন মারেফতী ভাষায় কথা বলতেন যে,  ওমর রা.-ও সে কথা বুঝতে পারতেন না। তারা বুঝাতে চায় যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রা.-কে বিভিন্ন ভেদের কথা বলে গিয়েছেন, যা শুধু আবু বকরই জানতেন আর কেউ জানত না বা বুঝত না; এমন কি ওমর রা.-ও না।

এর দ্বারা ওরা এটাও বুঝাতে চাই যে, ওদের ফকীরেরাও এমন ভেদের কথা জানে, যা আলেমগণ জানেন না। এটি একটি ভিত্তিহীন কথা। হাদীস বিশারদগণ একমত যে, এটি একটি জাল বর্ণনা। ইবনে তাইমিয়া রাহ. বলেন-

هذا كذبٌ ظاهرٌ.

এটি একটি নির্জলা মিথ্যা। -আহাদীসুল কুসসাস, বর্ণনা ১৪

আরো দেখুন : আলমানারুল মুনীফ, ইবনুল কায়্যিম, বর্ণনা ২৪৪; আলআসরারুল মারফূআহ, মোল্লা আলীকারী, পৃ. ৩৪২; তাযকিরাতুল মাওযূআত, ফাত্তানী, পৃ. ৯৩; তানযীহুশ শরীআহ, ইবনে আররাক, খ. ১, পৃ. ৪০৭; আলফাওয়াইদুল মাজমূআহ, শাওকানী, খ. ২, পৃ. ৪২৩

সহীহ বর্ণনায় এসেছে, হযরত আলী রা.-কে একবার এক ব্যক্তি জিজ্ঞেস করল, নবীজী কি একান্তে আপনাকে এমন কিছু বলে গেছেন, যা অন্যদের বলেননি? এ প্রশ্ন শুনে আলী রা. এত রেগে গেলেন যে, তাঁর চেহারা লাল হয়ে গেল। বললেন, না, অন্যদের অগোচরে আমাকে বিশেষ কিছু বলে যাননি। তবে একদিন আমি ও তিনি এক ঘরে ছিলাম তখন তিনি আমাকে চারটি বিষয় বলেছেন-

لَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَهُ، وَلَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللهِ، وَلَعَنَ اللهُ مَنْ آوَى مُحْدِثًا، وَلَعَنَ اللهُ مَنْ غَيّرَ مَنَارَ الْأَرْضِ.

চার ব্যক্তির উপর আল্লাহর লানত। এক. যে তার বাবাকে লানত করে। দুই. যে গায়রুল্লাহর নামে যবেহ করে। তিন. যে কোনো বিদআতীকে আশ্রয় দেয়। চার. যে জমিনের সীমানা চিহ্ন পরিবর্তন করে, সরিয়ে দেয়। -সুনানে নাসায়ী, হাদীস ৪৪২২

তিনি বুঝাতে চাইলেন যে, একান্তে যে কথা আমাকে বলেছেন তা এমন, যা আরো দশজনও তাঁর কাছ থেকে শুনেছে। এর দ্বারা তিনি আরো সতর্ক করলেন যে, এটি উম্মতের পথভ্রষ্ট হওয়ার পথ এবং এমন দাবি যদি কেউ করে, সে ভ্রান্ত ও পথভ্রষ্ট। কারো এরকম কথায় সায় দেওয়া যাবে না।

 

advertisement