Shawal 1439   ||   July 2018

দুআর ভুবন

মুহিউদ্দিন ফারুকী

নতুন কাপড় পরিধানের দুআ

যে কোনো কাপড় পরিধানের সময় কী দুআ পড়তে হয় তা আমরা (গত সংখ্যায়) শিখেছি। আজ শিখব নতুন কাপড় পরিধানের দুআ।

যখন তুমি নতুন কাপড় পরিধান করবে তখন আল্লাহ্র শুকরিয়া আদায় করবে। কারণ, এই নতুন কাপড় পরতে পারা আল্লাহ্র বড় নিআমত। তুমি কি কখনো ভেবেছ তাদের কথা, যাদের কাপড় নেই? আমাদের কর্তব্য হল, সুখের ও আনন্দের সময় তাদের কথাও স্মরণ করা এবং সুযোগ বুঝে অনাথ-গরীবদের কাপড় চোপড় দান করা। তাহলেই আল্লাহ তাআলা আমাদের নতুন কাপড়সহ সবকিছুতে বরকত দান করবেন। ও হাঁ! নতুন কাপড় পরিধানের সময় তুমি কী বলবে? নতুন কাপড় পরিধানের জন্যও  আমাদের নবীজী দুআ শিখিয়েছেন। দুআটি হচ্ছে-

اللّهُمَّ لَكَ الحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ خَيْرَه وَخَيْرَ مَا صُنِعَ لَه، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّه وَشَرِّ مَا صُنِعَ لَه.

অর্থ : হে আল্লাহ! তোমারই জন্য সকল প্রশংসা। তুমিই আমাকে এ কাপড় পরিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ কামনা করি ও এটি যে জন্য তৈরি করা হয়েছে সেসব কল্যাণ প্রার্থনা করি। আমি এর অনিষ্ট থেকে এবং এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় কামনা করি। -জামে তিরমিযী, হাদীস ১৭৬৭

 

কাপড় খুলে রাখার সময় যা বলবে

কাপড় পরিধানের পর তা আবার খুলে রাখতে হয়। রাতে ঘুমাতে যাও বা গোসল করতে যাও তোমাকে তখন পোশাক খুলে রাখতে হয়। পোশাক খুলে রাখাটাও যেন আল্লাহ তাআলার নামে হয়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক খোলার সময় বলতেন-

بِسْمِ اللهِ

তাই তুমিও কাপড় খোলার সময় বলবে-

بِسْمِ اللهِ

অর্থ : আল্লাহ্র নামে খুলে রাখলাম।

 

advertisement