Rajab 1439   ||   April 2018

পাথর সালাম দেয়

Muhammad Fazlul Bari

তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ সালামের আওয়াজ- কে যেন তোমাকে সালাম দিচ্ছে। আশেপাশে তাকালে। নাহ্, কাউকে তো দেখা যাচ্ছে না। কে সালাম দিল? আমি তো নিজ কানে শুনলাম। নিজ কানকে কি আর অবিশ্বাস করা যায়। কোনো জিন সালাম দিল নাকি!

নাহ্, কোনো জিন সালাম দেয়নি; সালাম দিয়েছে একটি পাথর। তুমি কি কখনো এমন কাহিনী শুনেছ- পাথর সালাম দেয়?

তুমি বলতে পার পাথর আবার সালাম দেয় কীভাবে? ওর কি যবান আছে? ও কি কিছু বলতে পারে? হাঁ, ওরও যবান আছে। ওর কথা আমরা শুনতে পাই না, বুঝতে পারি না। পৃথিবীর সবকিছু -প্রাণী হোক আর প্রাণহীন জড়বস্তু- আল্লাহর তাসবীহ পাঠ করে, কিন্তু আমরা শুনতেও পাই না, বুঝতেও পারি না।

 

ওরা আল্লাহর তাসবীহ পড়ে, কিন্তু আমাদের মত কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ্ যখন ওদের যবান খুলে দেন তখন ওরাও মানুষের মত কথা বলতে পারে, মানুষ ওদের কথা শুনতে পারে, বুঝতে পারে।

আমরাও কথা বলতে পারতাম না, যদি আল্লাহ আমাদের কথা বলার শক্তি না দিতেন। আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন তাই আমরা কথা বলতে পারি। কথা বলার শক্তি আল্লাহর নিআমত। তাই আমাদের উচিত, ভালো কথা বলা, খারাপ কথা থেকে বেঁচে থাকা। সত্য কথা বলা, মিথ্যা থেকে বেঁচে থাকা।

যাইহোক, এবার আমরা পাথর সালাম দেওয়ার কাহিনী শুনব-

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় হিযরতের পূর্বের কাহিনী। নবীজী তখন মক্কায়। এখনো নবুওতপ্রাপ্ত হননি। কিন্তু তিনি যে নবী হবেন এটা তো নির্ধারিত ছিল। মক্কার এক পাথর নবীজীকে চিনত। নবীজী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন সে নবীজীকে সালাম দিত। নবীজী তার সালাম শুনতে পেতেন।

জাবির ইবনে সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إِنِّي لَأَعْرِفُ حَجَرًا بِمَكةَ كَانَ يُسَلِّمُ عَلَي قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لَأَعْرِفُهُ الْآنَ.

আমি মক্কার একটি পাথর চিনি, যা নবুওতের পূর্বে আমাকে সালাম দিত। এখনও আমি পাথরটিকে চিনতে পারি। -সহীহ মুসলিম, হাদীস ২২৭৭

 

 

advertisement