Jumadal Akhirah 1439   ||   March 2018

একটি মনগড়া কথা

দুআর সময়ে প্রবাহিত চোখের পানি চেহারায় মুছে নিলে সেই চেহারা জাহান্নামের আগুনে জ¦লবে না

কিছু কিছু মানুষকে বলতে শোনা যায়, দুআর সময় চোখ থেকে যে পানি ঝরে তা যদি কেউ রুমাল ইত্যাদি দিয়ে না মুছে চেহারায় ঘষে নেয় তাহলে ঐ চেহারা জাহান্নামের আগুনে জ¦লবে না। এটি একটি মনগড়া কথা। তা না বলে যা একাধিক সহীহ হাদীসে এসেছে তা-ই বলা দরকার।

হাদীস শরীফে আল্লাহর ভয়ে ঝরা চোখের পানির ফযীলত এসেছে-

لَيْسَ شَيْءٌ أَحَبّ إِلَى اللّهِ مِنْ قَطْرَتَيْنِ...، قَطْرَةٌ مِنْ دُمُوع فِي خَشْيَةِ اللّهِ... (قال الترمذي: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ)

দুটি ফোঁটা আল্লাহ্র কাছে সবচেয়ে প্রিয়; (তন্মধ্যে) একটি হল, আল্লাহ্র ভয়ে প্রবাহিত অশ্রুফোঁটা। -জামে তিরমিযী, হাদীস ১৬৬৯

আরেক হাদীসে এসেছে-

عَيْنَانِ لاَ تَمَسّهُمَا النّارُ: عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللهِ، وَعَيْنٌ بَاتَتْ تَحْرُسُ فِي سَبِيلِ اللّهِ. (قال الترمذي: وَحَدِيثُ ابْنِ عَبّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ)

দুটি চোখকে (জাহান্নামের) আগুন স্পর্শ করবে না; এক. যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। দুই. যে চোখ রাত জেগে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। -জামে তিরমিযী, হাদীস ১৬৩৯

আর আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হওয়া- আল্লাহর কাছে এতই পছন্দনীয় যে, এর পুরস্কার স্বরূপ তিনি ঐ ব্যক্তিকে কিয়ামতের দিন তাঁর ছায়ায় আশ্রয় দিবেন। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত- ‘সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর ছায়ায় আশ্রয় দিবেন; যেদিন তাঁর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। (তন্মধ্যে একজন হল,) ঐ ব্যক্তি যে একাকী-নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে (আল্লাহর ভয়ে) তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। -সহীহ বুখারী, হাদীস ৬৬০

তো বোঝা গেল, আল্লাহর ভয়ে প্রবাহিত অশ্রুফোঁটা আল্লাহ অনেক পছন্দ করেন এবং যে চোখ থেকে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রবাহিত পানি চেহারায় না মুছলে এই ফযীলত নষ্ট হয়ে যাবে না। আর মুছলে তার ফযীলত বেড়ে যাবে- এমন কোনো কথা প্রমাণিত নয়।

 

advertisement