Jumadal Ula 1439   ||   February 2018

একটি অনুচিত কাজ : খবরের কাগজের টুকরা দিয়ে হাত মোছা

অনেক হোটেলে খাবারের পর হাত মোছার জন্য খবরের কাগজের টুকরা রাখা থাকে এবং মানুষ তা দিয়ে খাবার শেষে হাত মোছে। এটি একটি অনুচিত কাজ। কাগজ ইল্ম অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এর যথাযথ সম্মান করা কর্তব্য। তাই খবরের কাগজের টুকরা হোক বা বইয়ের পাতা- তা হাত মোছার কাজে ব্যবহার না করাই বাঞ্ছনীয়। তেমনিভাবে খবরের কাগজের টুকরা পা দিয়ে মাড়াতেও দেখা যায়। এটিও বর্জনীয়। রাস্তায়-চলার পথে খবরের কাগজ হোক বা যে কোনো কাগজ, তা মাড়ানো ঠিক নয়। পথে কাগজ দেখলে তা না মাড়িয়ে হেফাজত করা চাই বা এমন জায়গায় সরিয়ে রাখা চাই, যেখানে রাখলে আর পায়ের তলে পড়ার আশংকা থাকে না। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আদব হল, যেখানে-সেখানে কাগজ না ফেলা এবং সাধারণ আবর্জনা আর কাগজ একত্রে না রাখা। বরং কাগজের জন্য আলাদা ঝুড়ি বা কোনো ব্যাগ থাকা চাই, যেখানে শুধু কাগজ রাখা হবে।

 

advertisement