টেলিভিশনের অনুষ্ঠানে ঈদের পবিত্রতা নষ্ট না করি
রাজিব হোসেন
টেলিভিশনে গানবাদ্যের আয়োজন থাকে সব সময়ই। এজন্য দ্বীনদার মানুষেরা টিভিকে ‘টিবি’ আখ্যা দেন। তারা দূরে থাকেন টিভি থেকে। এই টিভির একটা বিষয় মনটাকে আরো খারাপ করে দেয়। প্রত্যেক ঈদের সময় পত্রপত্রিকায় দেখা যায়, ৫-৭ দিন ধরে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে নাটক, সিনেমা ও গানের বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়। ঈদের আগের দিন থেকে শুরু হয়ে ঈদের পরের সপ্তাহ ধরে চলে। রোযার শেষে মুসলমানদের আনন্দ কি টেলিভিশনের নাচ-গান আর নাটক-সিনেমার মধ্যেই পাওয়া যায়? ঈদের আনন্দের অর্থ কি এটাই?
রোযার শেষে মুসলমানের ঈদ তো আল্লাহ তাআলার পুরষ্কার পাওয়ার আনন্দ। এই আনন্দ তো পবিত্র ও সুন্দর হওয়া দরকার। কিন' অজ্ঞতা ও উদাসীনতার কারণে আমরা কোন দিকে ছুটেছি? একটি নির্মল ও পবিত্র আনন্দের জায়গায় ঘরে ঘরে গুনাহর আয়োজনে ডুবে যাওয়ার মহড়াই যেন চলে। টেলিভিশনগুলোর এমন কাণ্ডকারখানা থেকে সবার সতর্ক থাকাই কাম্য।