Rabiul Akhir 1439   ||   Januay 2018

বলার ভুল : আল্লাহ সুবহানাল্লাহু তাআলা

সুবহানাল্লাহ- আল্লাহ তাআলার তাসবীহ বা পবিত্রতাজ্ঞাপক বাক্য। এ তাসবীহটি আলেম-সাধারণ সকলেরই জানা। সাথে সাথে এখানে আরেকটি বিষয় রয়েছে, যা জনসাধারণ আলেমদের মুখে শুনে থাকেন- আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বিষয়টি সবাই বোঝেন না। ফলে কেউ কেউ মনে করেন, সুবহানাল্লাহ বাক্যটিই এখানে বলা হচ্ছে। আর এ ধারণা থেকেই তারা ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা’-এর স্থলে ‘আল্লাহ সুবহানাল্লাহু তাআলা’ বলে থাকেন। এভাবে বলা ভুল। সঠিক হল, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা’। সুবহানাল্লাহ বাক্যে ‘সুবহানা’-এর সাথে সরাসরি ‘আল্লাহ’ এই মহান শব্দ ব্যবহৃত হয়ে (সুবহানা+আল্লাহ-এই মহান শব্দ) সুবহানাল্লাহ গঠিত হয়েছে। আর ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা’ এ বাক্যের ‘সুবহানাহু’ শব্দে ‘সুবাহানা’-এর সাথে সর্বনাম ‘হু’ ব্যবহৃত হয়ে (সুবহানা+হু) ‘সুবহানাহু’ হয়েছে। কারণ, এই বাক্যের শুরুতে ‘আল্লাহ’-এই মহান শব্দ এসেছে। ফলে পরবর্তীতে সর্বনাম ‘হু’ ব্যবহার করা হয়েছে। আর তাই ‘সুবহানাল্লাহ’-এর পরিবর্তে ‘সুবহানাহু’ হয়েছে। তাই ‘আল্লাহ সুবহানাল্লাহি তাআলা’ না বলে ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা’ বলতে হয়। ‘আল্লাহ’-এই মহান শব্দ উচ্চারণের পর আমরা অনেক সময়ই আল্লাহ্র বড়ত্ব বা পবিত্রতাজ্ঞাপক বাক্য বলে থাকি। যেমন, আল্লাহ তাআলা বা আল্লাহ জাল্লা শানুহূ ইত্যাদি। এখানে ‘তাআলা’ ও ‘জাল্লা শানুহূ’ আল্লাহ্র বড়ত্ব প্রকাশক বাক্য। এরকমই আল্লাহ্র পবিত্রতা ও বড়ত্ব প্রকাশক বাক্য হল, ‘সুবহানাহু ওয়া তাআলা’, যা আমরা অনেক সময়ই ‘আল্লাহ’-এই মহান শব্দ উচ্চারণের সাথে সাথে বলে থাকি।

 

advertisement