Rabiul Auwal 1439   ||   December 2017

একটি অসতর্কতা : রিংটোন হিসেবে আযান, কুরআন তিলাওয়াত ইত্যাদির ব্যবহার

মোবাইলের রিংটোন হিসেবে অনেকেই গানের বাজনা, গান ইত্যাদি ব্যবহার করে থাকেন। এটা যে নিন্দনীয় তা আর বলার অপেক্ষা রাখে না। এর বিপরীতে কিছু ভাই আযান, কুরআন তিলাওয়াত ইত্যাদি রিংটোন হিসেবে ব্যবহার করে থাকেন। তাদের নিয়ত অবশ্যই ভালো। কিন্তু এ কাজটি ঠিক নয়। কুরআন আল্লাহর কালাম। কুরআন তিলাওয়াত অনেক বড় সওয়াব ও ফযীলতের আমল। কুরআন তিলাওয়াত শোনাও অনেক সওয়াবের কাজ। তেমনি আযান আল্লাহ তাআলার বড়ত্ব ও তাসবীহ সম্বলিত কিছু বাক্যের সমষ্টি, যা শরীয়তের গুরুত্বপূর্ণ প্রতীক তথা ‘শিআর’; এগুলো নিজেদের কাজে ব্যবহারের জন্য নয়। মোবাইলে কল এসেছে- এ খবর দেওয়ার জন্য আল্লাহর পবিত্র কালাম-ওহী বা আযান-এর ব্যবহারের দ্বারা আল্লাহর কালামকে নিজের কাজে ব্যবহার করা হয়, যা আল্লাহর কালামের সাথে বেআদবী ও নিন্দনীয় কাজ। তাছাড়া রিং আসলে মানুষ কল ধরা নিয়েই ব্যস্ত হয়- তিলাওয়াতের দিকে মনোযোগই দেয় না। আর মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশের পর ফোন এলে অপবিত্র স্থানে আল্লাহর নাম, তাসবীহ বা আল্লাহর কালামের ধ্বনি বেজে ওঠে। এতে যে চরমভাবে এর মর্যাদা ক্ষুণ্ন হয়- এ কথা কে না বুঝে। সুতরাং রিংটোন হিসেবে এগুলোর ব্যবহার থেকে বিরত থাকা কর্তব্য। হাঁ, যে রিংটোনে গানের সুর বা বিশেষ কোনো তাল নেই তা ব্যবহারে দোষের কিছু নেই। যেমন অনেক মোবাইলে ল্যান্ডফোনের আওয়াযের মত বা সাইকেলের বেলের মত রিংটোন থাকে- এ ধরনের রিংটোন ব্যবহারে দোষ নেই।

 

advertisement