Rajab 1438   ||   April 2017

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকায় দশ দিনের তাদরীব

বিষয় : আকীদায়ে খতমে নবুওত এবং    কাদিয়ানী জামাতের স্বরূপ

স্থান : মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা (হযরতপুর প্রাঙ্গণ)

 

তারিখ : ১৮ শাবান থেকে ২৭ শাবান

নাম নিবন্ধন : ১৩ শাবান থেকে ১৬ শাবান । (ফোনে নাম নিবন্ধন করা যাবে)

 

ফোন নাম্বার :  ০১৮৭৬৬৮৪০৩৬   (সময় : সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা ও বিকাল ৩ টা থেকে ৬ টা )

 

ফরম : ১৮ শাবান যোহরের পূর্বেই ফরম সংগ্রহ এবং সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করতে হবে।

 

ইফতিতাহী দরস : ১৮ শাবান বাদ যোহর।

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মাহাদুদ দাওয়াহ-এর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে, ইনশাআল্লাহ আগামী ১৮ শাবান ১৪৩৮ হি. থেকে ২৭ শাবান ১৪৩৮ হি. পর্যন্ত মাহাদুদ দাওয়াহ-এ আকীদায়ে খতমে নবুওত এবং কাদিয়ানী জামাতের স্বরূপ বিষয়ে দশ দিনের দাওরায়ে তাদরীব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি আগ্রহী তালিবুল ইলমগণ এর দ্বারা উপকৃত হবেন। যারা দাওরায়ে হাদীস সম্পন্ন করেছেন কেবলমাত্র তারাই এই তাদরীবে অংশগ্রহণ করতে পারবেন। যে সকল এলাকা কাদিয়ানীদের বাতিল দাওয়াত দ্বারা আক্রান্ত ঐসকল এলাকার ইমাম-খতীব ও দায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইনতেযামী মাছলাহাতের জন্য তাদরীবে অংশগ্রহণকারী ভাইদের মাছারীফ-এ অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, যার পরিমাণ ৬০০/- (ছয় শত) টাকা। (ওযর থাকলে বিবেচনা করা হবে।)

যাতায়াতের ঠিকানা উপরে দেখুন।

 

বিনীত

মুঈনে মুশরিফ, মাহাদুদ দাওয়াহ

 

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা

 

advertisement