Rajab 1438   ||   April 2017

একটি নামের ভুল উচ্চারণ : ফাতিমাতুয যুহরা

যাহরা’ (الزَّهْرَاءُ ) নবীকন্যা ফাতেমা রা.-এর উপাধি হিসেবে প্রসিদ্ধ। সে হিসেবে এ উপাধিসহ তাঁর নাম উচ্চারণ করা হয় এভাবে- ফাতিমাতুয যাহরা। যাহরা অর্থ- উজ্জ্বল, ফর্সা, উজ্জ্বল চেহারার অধিকারী, লাবণ্যময়ী ইত্যাদি। তারিখ ও তারাজিমের (ইতিহাস ও জীবনীগ্রন্থ) বিভিন্ন কিতাবে ফাতেমা রা.-এর নামের সাথে সাথে তাঁর এই লকব (উপাধি) উল্লেখ করা হয়েছে।

 

কিন্তু কিছু মানুষ এটি উচ্চারণ করে এভাবে- ফাতিমাতুয যুহরা। যাহরা (الزَّهْرَاءُ) শব্দের ز’-এ যবরের স্থলে পেশ দিয়ে। এটি ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ, যা উপরে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, যাহরা (الزَّهْرَاءُ), যুহরা নয়।

 

advertisement