Rajab 1438   ||   April 2017

একটি ভুল আমল : সিজদার আয়াত বাদ দিয়ে তিলাওয়াত করা

কোনো কোনো মানুষকে দেখা যায়, তিলাওয়াতের সময় সিজদার আয়াত এলে তা বাদ দিয়ে তিলাওয়াত করে; যাতে সিজদায়ে তিলাওয়াত করতে না হয়। এটি একটি ভুল পদ্ধতি। তাছাড়া তিলাওয়াতের মাঝে এভাবে আয়াত বাদ দিয়ে পড়া কুরআনের আদব পরিপন্থী। আল্লাহর কালাম ধারাবাহিকভাবেই পড়ে যাওয়া কর্তব্য।

 

সিজদার আয়াত তিলাওয়াত করার সাথে সাথে যদি সিজদা করা না যায়, পরেও তা আদায় করা যাবে। সেজন্য সিজদার আয়াত বাদ দিবে না। এটা কোনোভাবেই ঠিক হবে না। -বাদায়েউস সানায়ে ১/৪৪৯; আদ্দুররুল মুখতার ২/১২৪

 

advertisement