Rabiul Akhir 1438   ||   January 2017

আল্লাহর ভয়

ইবনে নসীব

أَمَا وَاللهِ لَوْلاَ اللهُ مَا أَتَيْتُكُمْ بِه

আল্লাহর কসম আল্লাহর ভয় না থাকলে এটা তোমাদের কাছে নিয়ে আসতাম না।

ইমাম ইবনে জারীর তবারী রাহ. তাঁর তারীখুল উমামি ওয়াল মুলূমগ্রন্থে হিজরী ১৬ সনের ঘটনাবলীতে লেখেন, “মুসলমানদের মাদায়েনজয়ের পর যখন গনীমতের সম্পদ একত্র করা হল তখন এক ব্যক্তি একটি বড় পাত্র নিয়ে হাজির হলেন, যা ছিল বহুমূল্য জাওয়াহেরাতে পূর্ণ। তিনি পাত্রটি গনীমতের দায়িত্বশীলদের বুঝিয়ে দিলেন। সবাই তা দেখে বিস্মিত হয়ে বলল, এরকম মহামূল্য সম্পদ তো আমরা কখনো দেখিনি। এ তো গনীমতের সমুদয় সম্পদের চেয়েও মূল্যবান! তারা ঐ ব্যক্তিকে জিজ্ঞাসা করল-

هل أخذت منه شيئا؟

এখান থেকে কিছু নিজের জন্য রেখে দাওনি তো?

আগন্তুক বললেন-

أَمَا وَاللهِ لَوْلاَ اللهُ مَا أَتَيْتُكُمْ بِه

শোনো! আল্লাহর ভয় না থাকলে এটা তোমাদের কাছে নিয়ে আসতাম না।

সবাই বুঝতে পারল, তিনি সাধারণ মানুষ নন। তারা জিজ্ঞাসা করল, আপনি কে? আপনার পরিচয় দিন। তিনি বললেন-

لا والله لا أخبركم لتحمدوني، ولا غيركم ليقرظوني، ولكني أحمد الله وأرضى بثوابه .

আল্লাহর কসম! আমার না আছে প্রশংসার প্রয়োজন, না কারো স্বীকৃতির। সুতরাং কারো কাছেই আমি আমার পরিচয় প্রকাশ করব না। আমি আল্লাহর প্রশংসা করি এবং তাঁর প্রতিদানেই সন্তুষ্ট।

 

এ বলে তিনি প্রস্থান করলেন। তারা এক লোককে তাঁর পিছু পিছু পাঠাল। সে লোকদের কাছ থেকে জেনে এল যে, তিনি ছিলেন আমের ইবনে আব্দে কায়স আলকায়সী। বিখ্যাত ইবাদতগুযার তাবেয়ী। বসরায় ইবাদত-বন্দেগীতে সর্বপ্রথম তিনিই প্রসিদ্ধি লাভ করেছিলেন। তারীখুল উমুমি ওয়াল মুলূক : ৪/১৭৬ 

 

advertisement