Shawal 1430   ||   October 2009

ব্যবসায়ীদের ভিতরে আল্লাহর ভয় জাগবে কবে?

মাহবুবুল হক

এদেশের বড় বড় ব্যবসায়ীরা যেন টাকা কামানোটাকেই জীবনের সব মনে করে নিয়েছেন। দাম বাড়ানো আর মানুষ ঠকানোই যেন তাদের কাজ। অথচ ব্যবসা করা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত। ভালোভাবে ব্যবসা করলে দেশের মানুষ উপকৃত হয়। কালোবাজারি, গুদামজাত করা আর সিন্ডিকেট করা বন্ধ করলে বড় ব্যবসায়ীদের লাভ কি একদম বন্ধ হয়ে যাবে? নিশ্চয়ই না। লাভ হয়তো কিছু কম হবে। কিন' তাদের আয়-উপার্জন হালাল হবে। অথচ গত কয়েক বছর ধরে আমরা ব্যবসায়ীদের যে চেহারা দেখছি তাতে মনটা বড়ই খারাপ হয়ে যাচ্ছে। এমনকি এই রমযান মাসেও আমরা তাদের আগের চেহারাই দেখলাম। জরুরি সব খাবার জিনিসের দাম বাড়ানো হয়েছে, দেশে প্রচুর পরিমাণে সেগুলো থাকা সত্ত্বেও। দেশের ব্যবসা-বাণিজ্যের কলকাঠি যারা নাড়াচাড়া করেন তাদেরকে কি সরকারও ভয় পায়? সরকারের বাণিজ্যমন্ত্রী এত কথা বললেন রোযার আগে, তার কিছুই বাস-বায়িত হতে দেখলাম না। আবার ব্যবসায়ীদের কাউকে ধরতেও দেখলাম না। এভাবে চললে দেশের গরীব মানুষের কী উপায় হবে? নগদ টাকাই সব? আল্লাহর ভয় মন থেকে চলে গেলেই এমন হয়। আমরা ব্যবসায়ীদের অনুরোধ করব-আপনারা আল্লাহ তাআলাকে একটু ভয় করুন এবং গরিব মানুষগুলোর দিকে চোখ দিন।

 

advertisement