Zilqad 1437   ||   August 2016

একটি মনগড়া ফযীলত : সুন্নত অনুযায়ী বড় এস্তেঞ্জা করলে পনের পারা কুরআন তিলাওয়াতের সওয়াব হবে!

সুন্নত আনুযায়ী আমল করার কত বড় ফযীলত- এর উদাহরণ দিতে গিয়ে কেনো কোনো মানুষকে বলতে শোনা যায়, সুন্নত অনুযায়ী বড় এস্তেঞ্জা করলেও পনের পারা কুরআন তিলাওয়াতের সওয়াব হবে। এটি একটি মনগড়া কথা। এর কোনো ভিত্তি নেই।

যে কোনো কাজই সুন্নত অনুযায়ী করাটা ফযীলতের বিষয়। কিন্তু বিশেষ কোনো আমল সুন্নত অনুযায়ী করলে এর বিশেষ ফযীলত রয়েছে- এ কথা প্রমাণিত হওয়ার জন্য কুরআনে কারীমে বা হাদীস শরীফে সে ফযীলত বর্ণিত হতে হবে, যা এখানে অনুপস্থিত।  সুতরাং সুন্নাত অনুযায়ী বড় এস্তেঞ্জা করলে...- একথা বলা বা বিশ্বাস করা যাবে না। এ কথা বলা থেকে বিরত থাকা আবশ্যক। 

 

advertisement