Shaban-Ramadan 1437   ||   May-June 2016

বিজ্ঞপ্তি : ১৪৩৭-১৪৩৮ হিজরী শিক্ষাবর্ষে মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা’য় ভর্তিচ্ছুকগণ লক্ষ্য করুন

আততাখাসসুস ফী উলূমিল হাদীসিস শরীফ

ও আততাখাসসুস ফিলফিকহি ওয়াল ইফতা বিভাগে ভর্তির তারিখ

উলূমুল হাদীস বিভাগ ও ইফতা বিভাগে ভর্তির তারিখ আগের মতোই। ৫ শাওয়াল প্রাথমিক বাছাইয়ে অংশ নিয়ে দাখেলা ফরম সংগ্রহ। এ দিন যোহরের পর লিখিত পরীক্ষা ও বাদ মাগরিব রচনা-পরীক্ষা।

৬ শাওয়াল : মৌখিক পরীক্ষা।

পরীক্ষার বিষয়

১. উলূমুল হাদীস বিভাগ

লিখিত পরীক্ষা : ফতহুল বারী খ. ১হাদইউস সারীফছলে ছামিন ও তাসি

মৌখিক পরীক্ষা : যে কোনো বিষয়যে কোনো কিতাব।

২. ইফতা বিভাগ

লিখিত পরীক্ষা : ফতহুল ক্বাদীর (কিতাবুল বুয়ূ থেকে কিতাবুল কাফালার শেষ পর্যন্ত।)

নুরুল আনওয়ার (মুকাম্মাল)

মৌখিক পরীক্ষা : হিদায়া ছালিছ ও যে কোনো বিষয়

 

মা'হাদুদ দাওয়াহ বিভাগে ভর্তির তারিখ

মাহাদুদ দাওয়াহ-এর ভর্তি ফরম ৫ শাওয়াল সকাল থেকে ৬ শাওয়াল সন্ধ্যার মধ্যে সংগ্রহ করতে হবে। এ বিভাগের লিখিত পরীক্ষা ৭ শাওয়াল যোহরের আগে ও রচনা পরীক্ষা যোহরের পরে। আর মৌখিক পরীক্ষা ৮ শাওয়ালে অনুষ্ঠিত হবে,ইনশাআল্লাহ।

লিখিত পরীক্ষা : সহীহ বুখারী খণ্ড-২ ও তফসীরে ইবনে কাছীর (সূরা ফাতিহা থেকে সূরা আলে ইমরান। তিন সূরা।)

মৌখিক পরীক্ষা : যে কোনো বিষয়যে কোনো কিতাব।

যোগাযোগ : ৩০/১২ পল্লবী (মিরপুর-১২) ঢাকা

মোবা : ০১৯১৫-৪৮২৯৩৩ (অস্থায়ী)

 

 

advertisement