Shaban-Ramadan 1437   ||   May-June 2016

একটি ভুল ধারণা : মহিলা থেকে ‘ইয্ন’ নেওয়ার সময় কি সাক্ষী জরুরি?

কিছু কিছু মানুষের ধারণা, বিবাহের ক্ষেত্রে মহিলা থেকে ইয্ন নেওয়ার সময় সাক্ষী থাকা জরুরি। তাদের এ ধারণা ঠিক নয়।

মহিলা থেকে ইয্ন নেওয়ার সময় সাক্ষী থাকা জরুরি নয়। হাঁ, সাক্ষী থাকলে কোনো অসুবিধা নেই। তবে যারা ইয্ন আনতে বা সাক্ষী হিসেবে মেয়ের সামনে যাবে তাদেরকে অবশ্যই মেয়ের মাহরাম হতে হবে। সমাজে আজকাল এ বিষয়ে খুবই শিথিলতা পরিলক্ষিত হয়। এ অপ্রোয়জনীয় সাক্ষীকে জরুরি মনে করে মেয়ের গায়রে-মাহরাম (বেগানা) পুরুষদেরকে মেয়ের সামনে হাযির করানো হয়, যা নিতান্তই গুনাহের কাজ। Ñরদ্দুল মুহতার ২/২১

 

advertisement