Shaban-Ramadan 1437   ||   May-June 2016

একটি ভিত্তিহীন বর্ণনা : আসহাবে কাহফের কুকুর, সুলাইমান আ.-এর পিঁপড়া, সালেহ আ.-এর উটনী, ইসমাঈল আ.-এর দুম্বা ইত্যাদি কি জান্নাতে প্রবেশ করবে?

কোনো কোনো অসতর্ক বক্তার মুখে শোনা যায়Ñ আসহাবে কাহফের কুকুর, সুলাইমান আ.-এর পিঁপড়া, সালেহ আ.-এর উটনী, ইসমাঈল আ.-এর দুম্বা জান্নাতে প্রবেশ করবে। কেউ কেউ এর সাথে আরো যুক্ত করে বলেÑ মূসা আ.-এর গাভী, বিলকিসের হুদহুদ, উযায়ের আ.-এর গাধা, ইউনুস আ.-এর মাছ ইত্যাদিও জান্নাতে প্রবেশ করবে। কেউ এটিকে এভাবে বলেÑ দশটি প্রাণী জান্নাতে প্রবেশ করবে; আসহাবে কাহফের কুকুর, সুলাইমান আ.-এর পিঁপড়া...।

যে যেভাবেই বলুক না কেন, এগুলোর কোনো ভিত্তি পাওয়া যায় না। নির্ভরযোগ্য কোনো মারফু বা মাওকুফ রেওয়ায়েতে আমরা পাইনি। সুতরাং এগুলো বিশ্বাস করা ও বলা থেকে আমরা বিরত থাকা চাই। (দ্র. তাফসীরে রূহুল মাআনী খ. ১৫ পৃ. ২২৬)

 

advertisement