Rajab 1437   ||   April 2016

একটি ভুল ধারণা : অবিবাহিত ইমামের পেছনে কি নামায পড়া যাবে না?

আমাদের দেশের কোনো কোনো এলাকার মানুষের ধারণা, অবিবাহিত ইমামের পেছনে নামায পড়া যাবে না। আবার কারো কারো ধারণা, অবিবাহিত ইমামের পেছনে জুমার নামায পড়া যাবে না। তাদের এ ধারণা ঠিক নয়। ইমামতের জন্য বিবাহিত হওয়া শর্ত নয়। অবিবাহিত ব্যক্তির পেছনে জুমাসহ সকল নামাযই পড়া যাবে। সুতরাং এ ভিত্তিহীন ধারণা পরিহার করা আবশ্যক। 

 

advertisement