Shawal 1430   ||   October 2009

চিকিৎসকদের মধ্যে মারামারি বন্ধে উদ্যোগ নিন

সাইদুল ইসলাম

রাজনৈতিক দলগুলোর প্রায় প্রতিটিরই থাকে অঙ্গসংগঠন। এসব সংগঠনে ছাত্র, শিক্ষক, পেশাজীবী, মহিলা, যুবক কারো অসি-ত্ব বাকি থাকে না। ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর বিরোধের মতো দ্বন্দ-সংঘাত দেশের সব অঙ্গনেই ছড়িয়ে পড়ে। এসব অঙ্গসংগঠন দ্বারা রাজনৈতিক দলগুলো হয়তো সমর্থন-সহযোগিতার ময়দানটাকে বড় করতে চায়, কিন' এর ফল মারাত্মকরূপে প্রকাশ পায়। বিরোধের বীজ চারদিকে ছড়িয়ে পড়ে। সব অঙ্গনেই দেশটা ভাগ হয়ে যায় এবং পরস্পরে হানাহানিতে লিপ্ত হয়। এভাবে দেশের যে কত ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতেও হতে পারে তা কল্পনা করা যায় না। গত কিছুদিন যাবত ডাক্তারদের মাঝে দলাদলির বিরোধ একটি ঘৃণ্য ও ভয়ংকর অবস'ার সৃষ্টি করেছে। পত্রিকাগুলোর খবরে দেখা গেছে, প্রভাবশালী সংগঠনের ডাক্তাররা অপরদলের ডাক্তারদের মারধোর করেছে। সন্ত্রাসীর মতো হামলা করেছে। এগুলো ঘটেছে বড় বড় হাসপাতালগুলোতে। কত বড় লজ্জার বিষয়! একটি দেশের উচ্চশিক্ষিত সেবকশ্রেণী চিকিৎসকদের মাঝে দলাদলির অবস'া যদি এই রকম হলে সে দেশের অন্য অঙ্গনগুলোর অবস'া কী হতে পারে? এজন্য সবকিছুর মধ্যে এত হানাহানি-দলাদলি না করার জন্য বড় রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাই।

 

advertisement