Jumadal Akhirah 1437   ||   March 2016

একটি ভিত্তিহীন কথা : আল্লাহ কোনো বান্দার দিকে ১০ বার রহমতের দৃষ্টিতে তাকালে সে...

কোনো কোনো মানুষকে বলতে শোনা যায়- আল্লাহ কোনো বান্দার দিকে দশবার রহমতের দৃষ্টিতে তাকালে সে জামাতের সাথে নামায আদায় করতে পারে। আর চল্লিশবার রহমতের দৃষ্টিতে তাকালে হজ্বে যেতে পারে। সত্তরবার তাকালে আল্লাহর রাস্তায় বের হতে পারে। এটি একটি মনগড়া কথা, এর কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসে এমন কোনো কথা খুঁজে পাওয়া যায় না।

হাঁ, আল্লাহর রহমত ও তাওফিকেই  বান্দা নেক আমল করতে পারে। কিন্তু আল্লাহ এতবার রহমতের দৃষ্টিতে তাকালে অমুক আমল করতে পারে আর অতবার তাকালে অমুক আমল করতে পারে- এধরনের কথার কোনো ভিত্তি নেই।

 


 

advertisement