Jumadal Ula 1437   ||   February 2016

একটি ভুল ধারণা : ‘কবুল’ শব্দ উচ্চারণ না করলে কি বিবাহ সহীহ হয় না?

কিছু কিছু মানুষের ধারণা, বিবাহের ইজাব পেশ করার পর পাত্র যদি কবুলশব্দ উচ্চারণ না করে তাহলে বিবাহ সহীহ হবে না। এ ধারণা ঠিক নয়। আসল বিষয় হল সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলামবা এজাতীয় শব্দ উচ্চারণ করে তাহলেও সেটা সম্মতি বোঝাবে এবং বিবাহ সহীহ হবে। সুতরাং কবুলশব্দই উচ্চারণ করতে হবে- এ ধারণা ভুল। 

 

advertisement