Safar 1437   ||   December 2015

একটি ভিত্তিহীন কথা : সাত আসমানের কোনোটি লোহা দিয়ে তৈরি, কোনোটি...

লোকমুখে একথা শোনা যায় যে, সাত আসমানের প্রথম আসমান লোহা দিয়ে তৈরি, দ্বিতীয় আসমান তামা দিয়ে তৈরি ইত্যাদি।

এটি একটি অলীক কল্পনামাত্র। এর কোনো ভিত্তি নেই। কোন্ আসমান কী দিয়ে তৈরি বা আসমানের ধরন কেমন তা আমাদের জানার বাইরের বিষয়। কুরআন হাদীসে আসমান যমীনের সৃষ্টির কথা এসেছে, কিন্তু কোন্ আসমান কী দিয়ে তৈরি এমন কোনো কথা আমরা পাইনি। সুতরাং এ বিষয়ে আমরা কিছু বলব না। আল্লাহ তাআলা বলেন, (তরজমা) যে বিষয়ো তোমার কোনো জ্ঞান নেই তার পিছে পড়ো না...। -সূরা বনী ইসরাঈল (৩৬) : ১৭

 

advertisement