Rabiul Akhir 1429   ||   April 2008

কৃতজ্ঞতা জানাই

মারকাযুদ দাওহয়াহ আলইসলামিয়া ঢাকা ও মাসিক আলকাউসার-এর সম্মানিত কর্তৃপক্ষ একটি বিরাট অবদান রেখেছেন এদেশের কওমী মাদরাসাগুলোর ওপর। বিশ্ববরেণ্য হাদীসবিশারদ শায়েখ মুহাম্মাদ আওয়ামা কর্তৃক নতুনভাবে তাহকীকতৃত ২৭খন্ডে মুদ্রিত হাদীসের প্রাচীন উৎসগ্রন্থ মুসান্নাফে ইবনে আবী শাইবাএর প্রায় ৩০০টি সেট আনিয়ে এদেশের অধিকাংশ দাওরায়ে হাদীস মাদরাসাগুলোতে বিতরণ করেছেন। বিনামূল্যে এভাবে শত শত কিতাব বিতরণ করে মারকায কর্তৃপক্ষ যে মহানুভবতার পরিচয় দিলেন, ইলমে দ্বীনের চর্চা ও তাহকীকের ময়দান সম্প্রসারণে যে ভূমিকা  রাখলেন   সে  জন্য  আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

(হাফেজ মাওলানা) মুহাম্মাদ

নায়েবে মুহতামিম, মাখযানুল উলূম মাদরাসা, ময়মনসিংহ

 

advertisement