Jumadal Ula 1429   ||   May 2008

এটি কি হাদীস : সালাম দিলে নববই নেকী আর জওয়াব দিলে দশ নেকী

উপরের কথাটা বেশ প্রসিদ্ধ। কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে, এটা হাদীস কি না? আমাদের জানামতে এ কথাটা হাদীসের প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য গ্রন্থসমূহে নেই। বরং একটি সহীহ হাদীসে এসেছে যে, সালামে শুধু আস্সালামু আলাইকুম বললে দশ নেকী, ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করলে বিশ নেকী এবং ওয়া বারাকাতুহ সহ পুরো সালাম বললে ত্রিশ নেকী পাওয়া যায়।

দেখুন : সুনানে আবু দাউদ হাদীস : ৫১৫৩, জামে তিরমিযী হাদীস : ২৬৮৯

এজন্য ওই প্রচলিত কথাটির পরিবর্তে উপরোক্ত হাদীসে উল্লেখিত বিষয়টি প্রচার করা উচিত। 

 

advertisement