Jumadal Ula 1429   ||   May 2008

সাহিত্যভাবনা

সাহিত্য ও সাহিত্যরস যেকোনো পাঠককে বিমোহিত করবে এটাই স্বাভাবিক। তাই দেখা যায়, যুগে যুগে এই সাহিত্যই সংস্কৃতির বাহনের কাজ করেছে। উত্তম সাহিত্য সংস্কৃতির বাহন আর নোংরা সাহিত্য নোংরা সংস্কৃতির বাহন হবে এটাও বাস্তব কথা। বাংলা সাহিত্যে আলেম ওলামাদের অবাধ বিচরণ না থাকায় এ সাহিত্যে অনেক নোংরামী ও নষ্টামী অনুপ্রবেশ করেছে। ইদানিং আমাদের নতুন প্রজন্মের বাংলাসাহিত্যে কিছুটা হাঁটাহাঁটি হওয়াতে তার রং ঢং অনেকটা পাল্টাতে শুরু করেছে। আলকাউসার মার্চ ২০০৮ সংখ্যায় বোন আছমা খাতুনের লেখা বিকেলের ভাবনা এবং আলআমীন মাদ্রাসার ছাত্র ভাই মোহাম্মদ মিজানুর রহমান সাগরের লেখা বাংলাসাহিত্যে ওলামায়ে কেরাম শিরো নামের লেখা দুটি অনেকটা তারই স্বাক্ষর রেখেছে। লেখা দুটি খুবই চমৎকার হয়েছে। চমৎকার তার সাহিত্যরস, যা পাঠককে সাহিত্য অঙ্গনে বিচরণ করতে উদ্বুদ্ধ করে। আমাদের নতুনরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে অচিরেই বাংলা সাহিত্য উচ্চমানের একটি ইসলামী সাহিত্য হিসাবে বিশ্বের বুকে ঠাঁই করে নেবে। আল্লাহ আমাদের নবীন-প্রবীণ সবাইকে তারই জন্য কাজ করার তৌফিক দান করুন। আমীন।

ইসহাক ওবায়দী

 

advertisement