Jumadal Akhirah 1429   ||   June 2008

দ্বীনী পত্রিকাগুলোর প্রয়োজনীয়তা

দ্বীনী পত্রিকাগুলোতে আলেম-উলামাদের গুরুত্বপূর্ণ লেখা ছাপা হয়। আমরা প্রতি মাসে তাদের লেখাগুলো পড়ে নেক আমল করতে প্রয়াসী হই। এভাবে বারবার লেখাগুলো পড়ার কারণে আমাদের হৃদয়-মনে নেক কাজের আগ্রহ জাগ্রত থাকে। অতএব বলা যায় যে, আদর্শ সমাজ গঠনে দ্বীনী পত্রিকাসমূহের গুরুত্ব অপরিসীম। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনার্থেই আলেমগণ এ গুলো প্রকাশ করে থাকেন।

মাহফুজুর রহমান (ফুরকান)

সম্পাদক, জমজম ইসলামী শিল্পী গোষ্ঠী

মোমেনশাহী

 

advertisement